বড় খবরঃ বাধ্য হয়ে পূর্ব লাদাখ থেকে নিজেদের সেনা আর যুদ্ধ বাহন হাটালো চীন

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চিন (China) পূর্ব লাদাখের (ladakh) অনেক জায়গায় নিজেদের সেনা মোতায়েন করেছিল। সরকারি সুত্র অনুযায়ী, চিনের পিপলস লিবারেশন আর্মি গালওয়ান উপত্যকা আর হট স্প্রিং এরিয়া থেকে নিজেদের সেনা আর যুদ্ধ বাহন গুলোকে আড়াই কিমি পিছনে সরিয়ে নিয়েছে। ভারতও নিজেদের সেনা পিছনে হটিয়েছে চিনের পদক্ষেপের পর।

দুই দেশের বিবাদ গত মাস থেকে শুরু হয়েছিল। চিন পূর্ব লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার পাশে সেনার মোতেয়ন করা শুরু করেছিল। এরপর পেংইয়াং ঝিল আর গালওয়ান ঘাঁটিতে ভারত আর চিনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছিল। চিনের সেনা বিতর্কিত অঞ্চলে বেশ কয়েকবার ভারতীয় সেনার মুখোমুখিও হয়।

বিতর্ক কমাতে দুই দেশের সেনার মধ্যে কথাবার্তা চলছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনার কম্যান্ডাররা চুশিলে চিনের সাথে আগামী কিছুদিনে আবারও বৈঠকে বসতে চলেছে। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, ভারতীয় সেনা দলের সদস্য চুশুলে উপস্থিত আছেন আর আগামী কিছুদিনের মধ্যে চিনের সাথে বৈঠকে বসতে পারেন।

আরও পড়ুনঃ লাদাখ সীমান্ত বিবাদের মাঝেই চিনকে শিক্ষা দিতে দুটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট শুরু করল ভারত

এর আগে দুই পক্ষের মধ্যে ছয় জুন সৈন্য কম্যান্ডার স্তরে কথাবার্তা হয়। ওই আলোচনায় ভারতের ১৪ কোরের কম্যান্ডার লেফটিনেন্ট জেনারেল হরিন্দর সিং নেতৃত্বে ছিলেন। চিনের তরফ থেকে দক্ষিণ শিনজিয়াং জেলা কম্যান্ডার জেনারেল লিয়ু লিন নেতৃত্বে ছিল।

আরও পড়ুনঃ লাদাখে ভারতীয় সেনার অদম্য সাহসের ভিডিও দেখে গর্বে চওড়া হয়ে যাবে আপনার ছাতি

ওই আলোচনায় তৎকাল পরিণাম পাওয়া যায় নি, কারণ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গতিরোধ এর পরিস্থিতিতে বজায় ছিল। দুই পক্ষ সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক এবং সামরিক দিক থেকে আলোচনা চালিয়ে যাওয়ায় সহমত পোষণ করে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে, চিনের সাথে কূটনৈতিক এবং সামরিক দিক থেকে কথাবার্তা জারি আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর