চিন তথ্য গোপন করায় বিরাট মূল্য চোকাচ্ছে পৃথিবী: ডোনাল্ড ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ চিন (china) তথ্য গোপন করায় বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা বিশ্বকে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই মারণ ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া মহামারির জন্য বেজিংয়ের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন তিনি। চিনেরও যে তাতে লাভ হয়নি এ কথা অকপটে স্বীকার করে নেন মার্কিন প্রেসিডেন্ট (US President)।

এখন পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি। মারা গিয়েছে সাড়ে চারশো। চিনের পর ইতালির অবস্থা আরো শোচনীয়। মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গেছে ইতালি। এখনও পর্যন্ত ১৯২টি দেশ কম-বেশি করোনায় আক্রান্ত। ভারতও বাদ নেই।

corona index 2003171712

হোয়াইট হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে আমেরিকার রাষ্ট্রপতি বলেন, ‘কয়েকমাস আগে যদি আমরা এই বিষয়ে জানতে পারতাম তা হলে খুব ভাল হত। চিনের যে এলাকা থেকে এটার সূত্রপাত হয়েছিল সেখানেই এটা চাপা ছিল। আজকে এই মারণ ভাইরাসের জন্য বিশ্বব্যাপী যে মহামারির সৃষ্টি হয়েছে তা চিনের তথ্য গোপন করার জন্যই হয়েছে। ওদের এই কাজের জন্যই বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে। আর এই বিষয়টি এখন সবার কাছেই স্পষ্ট। আমাদের সবারই মনে হচ্ছে এই ঘটনার পিছনে ওদেরই কারসাজি রয়েছে। আর আমি আশাকরি এটাই সত্যি। এই মারণ ভাইরাসের সম্পর্কে মানুষ যদি আগে থেকেই জানত তাহলে শুরুতেই আটকানো যেত। চিন থেকে বাইরে বের হতে পারত না। কিন্তু, তা হয়নি বলেই আজ গোটা বিশ্বে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক।’

corona

শনিবার প্রেস বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনাভাইরাস সমস্যা জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে কোনও তথ্যই ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। “চিনের কোনও উপকার হচ্ছে না। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।  নরক হয়ে গেছে চিন। সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং-র সঙ্গে আমার কথা হয়েছে। এটুকুই বলব যে, তারা আমাদের আগে জানাতে পারত।”

সাংবাদিক সম্মোলনে মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন করোনাভাইরাস সম্পর্কে খুব গোপনীয়তা অবলম্বন করেছে। যেটা দুর্ভাগ্যজনক। ট্রাম্প এও বলেন যে, তিনি চিনকে অত্যন্ত সম্মান করেন এবং তাঁর  শি জিনপিংয়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে, তবে হতাশার বিষয়, করোনভাইরাসেক গুরুতরতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করতে অসত্ পথে হেঁটেছে বেজিং।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর ইউহানের এক ২৯ বছরের চিকিৎসক লি ওয়েনলিয়াং ( Li Wenliang) প্রথম কোবিড-১৯ সম্পর্কে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি উল্লেখ করার পরই স্থানীয় পুলিশের তরফে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে করোনা ভাইরাসেরই বলি হতে হয় তাঁকে।

সম্পর্কিত খবর