চীনের উপর কড়া হচ্ছে পুরো বিশ্ব, পাল্টানো হচ্ছে পুরানো নীতি

বাংলাহান্ট ডেস্কঃ বৈদেশিক বাণিজ্যের বিষয়ে ভারতের (India) ক্ষেত্রে চীন (China) আর কোন সরাসরি কোন ব্যবসা করতে পারবে না। কোন শেয়ার কিনতে পারবে না। নিতে হবে ভারত সরকারের সম্মতি। করোনা ভাইরাসের (covid-19) জন্য ভারত সহ আরও বিভিন্ন দেশ চীনের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। কোন রকম অংশ কিনতে পারবে না চীনের কোন কোম্পানি। এই বিষয়ে ব্রিটেনের সাংসদ বড় ভূমিকা গ্রহণ করে।

   

বিদেশি মামলার চেয়ারম্যান তম টেগানটাদ জানিয়েছেন, ‘নিয়মের সঙ্গে সমঝোতা করছিল, এমন কিছু ব্যক্তি সংসদে ছিলেন। কিন্তু সরকার তাঁদের উপর কোন ভ্রূক্ষেপ দিচ্ছিল না। সম্প্রতি চীন,UK-এর ইম্যাজিনেশন টেকনোলজি দখল করার লক্ষ্যে এগোচ্ছিল, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে’।

চীনের পাশপাশি এই নিয়ম হংকং-এর জন্যও রাখল ভারত। চীন এবং হংকং-এ কোন পার্থক্য নেই। কারণ হংকং-এ্র মাধ্যমে চিনি নিবাসের একটি বড় অংশ সঞ্চালিত হয়। তাই চীন এই পদ্ধতির সুযোগ নিতে পারে ভেবে, হংকং-এর উপরও এই আইন প্রণয়ন করা হয়। চীন ভারতের FDI -এর নিয়মের বদলকে বিশ্বের ব্যবসায়িক বিষয়ের নিয়মকে উলঙ্ঘন করেছিল। এই বিষয়কে নিয়ে ভারত এবার কড়া জবার দেয়। ভারত জানায়, সরকারের তরফ থেকে যে নিয়ম এসেছে, তা মঞ্জুর করা হয়েছে।

এই সময়ে কোন ভাবেই WTMO -এর নিয়মের উলঙ্ঘন হয় না। চীনের নিবাসকে নিয়ে ভারত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। HDFC থেকে শেয়ার কেনার পর চীন VOLVO এবং HASSELBLAD-কে পুরোপুরি কিনতে চেয়েছিল। এই দুই সংস্থায় চীনের কোম্পানি বহু বছর ধরে নিজেদের ক্ষমতা অর্জন করতে শুরু করেছিল। কিন্তু সঠিক সময়ে ভারতের পদক্ষেপে চীন বর আঘাত পায়। এর আগেই জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও আরও অনেক দেশ চীনের সঙ্গে তাঁদের সকল সম্পর্ক ছিন্ন করতে চাইছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর