বাম্পার লটারি জিতলেন অফিসের কর্মী, পুরস্কারে পেলেন এক্কেবারে ৩৬৫ দিনের ছুটি

বাংলাহান্ট ডেস্ক: লটারি (Lottery) মানুষের ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে। ভাগ্য একবার খুললে ফকিরও নিমেশে হতে পারে রাজা। কিন্তু চিনের এক অফিসের কর্মী এমন  এক জিনিস জিতলেন, যা দেখে তাজ্জব বনে গিয়েছে তামাম বিশ্ব। পৃথিবীর বাকি অফিসের কর্মীদের বক্তব্য, যদি তাঁদের সঙ্গেও এমন হতে পারত! এমনই এক বাম্পার সুযোগ পেয়েছেন ওই কর্মী। 

চিনের (China) শেনজেন অঞ্চলের একটি অফিসের কর্মী একটি লটারি জিতেছেন। ওই সংস্থারই বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে ওই লটারি জিতেছেন তিনি। সেখানে রাতারাতি তাঁর ভাগ্য বদলে গিয়েছে। কারণ ওই লাকি ড্রয়ে তিনি বেতন সহ এক বছরের ছুটি পেয়েছেন! অর্থাৎ তিনি এক বছরের জন্য টানা ছুটি কাটাবেন। কিন্তু তাঁর বেতন কাটা যাবে না। এমন বাম্পার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

china man lottery

এই লাকি ড্রয়ের ব্যাপারে জানার পর কেউই প্রথমে তা বিশ্বাস করতে চাননি। কিন্তু এই ঘটনা সত্যিই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির পুরস্কার জেতার একটি ছবিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লটারি বিজেতা একটি বড় চেক হাতে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে লেখা ‘৩৬৫ দিনের সবেতন ছুটি’। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এমন বাম্পার অফার পেলেন যিনি, তাঁর নাম প্রকাশ করা হয়নি। 

জানা গিয়েছে, ওই লাকি ড্রয়ে এমন দুর্দান্ত পুরস্কার জিতেও সেটি বিশ্বাস করতে পারছেন না ওই ব্যক্তি। সকলকে নাকি বারবার জিজ্ঞেস করছেন, তিনি কি সত্যিই ওই পুরস্কার জিতেছেন কি না। এটি এমনই এক অনন্য পুরস্কার যে সংস্থার মালিকও বিশ্বাস করতে পারছেন না। চিনের এক সংবাদমাধ্যম জানিয়েছে, পুরস্কারের মতো শাস্তিও ছিল ওই সংস্থার অনুষ্ঠানে। যিনি শাস্তি পেয়েছিলেন তাঁকে একটি বিশেষ ঘরোয়া পানীয় খেয়ে অনুষ্ঠানে ওয়েটারের কাজ করতে হয়েছে।

এছাড়াও কয়েকটি পুরস্কার হিসেবে ছিল দু থেকে তিন দিনের ছুটি। কিন্তু অনুষ্ঠানে যে এত লম্বা ছুটিও পুরস্কার হিসেবে থাকবে তা কেউই আশা করেননি। সংস্থা আপাতত ওই ব্যক্তির সঙ্গে কথা বলবে। তারা তাঁকে জিজ্ঞেস করবে যে তিনি আদৌ ওই ছুটি নেবেন কি না। নয়তো ওই সময়ের জন্য এককালীন বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেওয়া হবে তাঁকে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে এই নৈশভোজ অনুষ্ঠান প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হল। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর