চীন ও পাকিস্তানের বন্ধুত্বে ফাটল! আর্থিক চিন্তায় দিশেহারা ইমরান খান

Bangla Hunt Desk: ২০২০ সালের শেষভাগে পাকিস্তান (Pakistan) সফরে যাওয়ার কথা ছিল চীনা রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping)-এর। কিন্তু বর্তমান সময়ে ভারতের সাথে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, রাষ্ট্রপতি জিনপিং আচমকাই পাকিস্তান সফর বাতিল ঘোষণা করেন। চীনা রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে আশাহত হয়ে পড়েছেন পাক প্রধান ইমরান খান।

আশাহত ইমরান
চীনা রাষ্ট্রপতি তাঁর পাকিস্তান সফর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছেন। কিন্তু আচমকাই সিদ্ধান্তে ভেঙ্গে পড়েছেন পাক সরকার ইমরান খান। এই সফরের উপর পাকিস্তানের নানা বিষয়ে চীনা সাহায্যের আশ্বাস নির্ভর করছিল। স্বয়ং ইমরান খান চীনা রাষ্ট্রপতিকে নিজে গিয়ে আমন্ত্রণ জানানোর পরও, জিনপিং-এর সিদ্ধান্ত পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সব আশায় জল ঢেলে গেল।

প্রথমে সৌদি আরব এবং বর্তমানে চীন সরকারের এই সিদ্ধান্তে জোর ঝটকা পেয়েছেন ইমরান খান। ঋণের সাগরে নিমজ্জিত পাকিস্তান চীনের দিকে তাকিয়ে সাহায্যের আশা করে থাকলেও, এখন সবকিছুতেই কেমন যে নৌকা ডুবির আঁচ পাচ্ছেন ইমরান খান।

সফর বাতিলের কারণ
পাকিস্তানে অবস্থিত চীনা রাজদূত অবশ্য এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতিতে বাড়তে থাকা সংক্রমণের জেরেই চীনা রাষ্ট্রপতি এই সফর স্থগিত রেখেছেন। খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে’।

অখুশি চীনা রাষ্ট্রপতি
সূত্রের খবর, এই সফর বাতিলের পেছনে আসল কারণ হল CPEC-এর প্রোজেক্টে পাকিস্তানের ঢিলেমি এবং ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ। তবে বিশেষজ্ঞদের মতে, CPEC-এর প্রোজেক্টে গতি প্রকৃতির উপর অখুশি চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। সেই কারণেই পাক সফর বাতিল করেছেন জিনপিং।

ক্ষতির সম্মুখীন হচ্ছে চীন
এদিকে আবার পাকিস্তানের পথে ভারতকে ঘেরার পরিকল্পনায় বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে চীনা সরকার। এদিকে প্রোজেক্টের গতি খুবই ধীর গতিতে চলছে, আর অন্যদিকে চীনা কোম্পানিকে নাকচ করছে বিশ্বের বিভিন্ন দেশ। অন্যদিকে ভারতের চীনা অ্যাপ ব্যান এবং টেন্ডার বাতিল হচ্ছে। সবকিছু মিলিয়ে চীনা সরকার প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর