China: ভারতকে রুখতে বড় চাল চিনের, iPhone 16 এর লঞ্চ নিয়ে বিরাট সিদ্ধান্ত জিনপিং প্রশাসনের

বাংলাহান্ট ডেস্ক : ভারতে আইফোনের ম্যানুফাকচারিং রুখতে মরিয়া চিন (China)। সম্প্রতি অ্যাপল (Apple) এর মতো টেক সংস্থাগুলি চিনের দিক থেকে মুখ ফেরাচ্ছে। তাদের ভরসা বাড়ছে ভারতের উপরে। সম্প্রতি অ্যাপলের তরফে বড় ঘোষণা করা হয়েছে, ভারতে তৈরি করা হবে তাদের প্রিমিয়াম আইফোন প্রো মডেল। আর এতেই অস্বস্তিতে পড়েছে চিন (China)। অ্যাপলকে আটকাতে এবার বড় চাল চেলে বসল জিনপিং প্রশাসন।

অ্যাপলকে রুখতে বড় চাল চিনের (China)

উল্লেখ্য, এর আগে চিনে তৈরি হল অ্যাপলের প্রিমিয়াম আইফোন প্রো মডেল। কিন্তু এবার চিন থেকে ম্যানুফাকচারিং সরিয়ে ভারতে নিয়ে আসতে চায় অ্যাপল। আর সেটাই না পসন্দ চিন (China) সরকারের। এই কারণেই সম্ভবত জনপ্রিয় আইফোন ১৬ সিরিজের লঞ্চে প্রভাব ফেলতে এবার বড় পরিকল্পনা করল চিনা (China) প্রশাসন।

   

আরো পড়ুন : Hotel: আর পড়বে না পকেটে টান, ফ্রি তেই খাবার দেয় এই হোটেল, শুধু মানতে হবে এই শর্ত

আইফোন লঞ্চে পড়বে প্রভাব

অ্যাপল আইফোন ১৬ এর লঞ্চের আগেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে চিন (China)। চিনা সংস্থা Huwaei এর সবথেকে বড় ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। এই সংস্থার ডবল ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে ১০ ই সেপ্টেম্বর। অর্থাৎ আইফোন ১৬ সিরিজের লঞ্চের কয়েক ঘন্টা পরেই হবে Huwaei এর ডবল ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চ।

আরো পড়ুন : Sandip Ghosh: দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ, ‘কৌশিকী অমাবস্যার পাঁঠা বলি’, খোঁচা ইউটিউবারের

মার্কেটের তথ্য বলছে, বর্তমানে আইফোনের সবথেকে বড় প্রতিপক্ষ Huwaei। গ্রাহকদের মধ্যে এই সংস্থার স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত হারে। সম্প্রতি জুনের পরিসংখ্যানে সেরা ৫ থেকে অ্যাপলকে সরিয়ে দিয়েছে Huwaei। অন্যদিকে চিনেও (China) দ্রুত পড়ে যাচ্ছে আইফোনের সেল। মনে করা হচ্ছে এর পেছনেও হাত রয়েছে জিনপিং সরকারেরই। ইচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে কমিয়ে দেওয়া আইফোনের ব্যবসা।

China

রিপোর্ট অনুযায়ী, ভারতে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি ট্যাব ম্যানুফাকচারিং এরও পরিকল্পনা রয়েছে অ্যাপলের। এছাড়াও এ আই সার্ভার লাগানোর সঙ্গে সঙ্গে চিপ অ্যাসেম্বলিংও করা হবে ভারতে। এতে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি দেশের অর্থনীতিতেও বড়সড় উত্থান আসবে বলে আশা করা যাচ্ছে। আর এতেই চিন্তায় পড়েছে চিন।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর