China Vs India: বেরিয়ে এলো গোপন তথ্য, কে বেশি শক্তিশালী, কার কত ক্ষমতা !

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় সেনা (Indian Army) এবং চাইনিজ সেনা (People’s Liberation Army), কে বেশি শক্তিশালী? জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকা এই দুই দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের বিচারে কে এগিয়ে? কোন দেশের সেনারই বা রয়েছে বিশ্বের সবথেকে বেশি শক্তি? যদি ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে কোন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এগিয়ে থাকবে কোন দেশ?

যে কোন দেশের সেনাকে তিনভাগে ভাগ করতে হয়। স্থল, জল এবং নৌবাহিনী। এই তিন সেনার মাধ্যমেই দেশ তাঁর ক্ষমতা প্রদর্শন করে।

দুই দেশের মোট সেনার পরিমাণ

  • সক্রিয় সেনা
    চীনের সেনাবাহিনীতে প্রায় ২৩ লক্ষ ৩৫ হাজার সেনা বর্তমানে সক্রিয় ভূমিকায় রয়েছে।
    ভারতের ১৪ লক্ষ সেনা সক্রিয় ভূমিকায় রয়েছে।
  • সংরক্ষিত সেনা
    চীনের সংরক্ষণে প্রায় ১৪ লক্ষ সেনা রেখেছে।
    অপরদিকে ভারতে সংরক্ষিত সেনার পরিমাণ প্রায় ২১ লক্ষ।

সেনা বাজেট

    • চীনের সেনা বাজেট ২২৮ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।
    • ২০১৯ সালে ভারতের সেনা বাজেট ছিল ৬১ বিলিয়ন ডলার অর্থাৎ ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা।

স্থল সেনার অস্ত্রের পরিমাণ

  • মেইন ব্যাটেল ট্যাঙ্ক
    যুদ্ধ ক্ষেত্রে সেনাবাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল মিলিটারি ট্যাঙ্ক, যা চীনের কাছে আছে ৯১৫০ মেইন ব্যাটেল ট্যাঙ্ক। অপরদিকে ভারতের কাছে যুদ্ধ প্রয়োজনীয় মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে ৫৯৭৮।
  • অন্যান্য যুদ্ধ ট্যাঙ্ক
    চীনের কাছে আরও ৪২৯২ ট্যাঙ্ক রয়েছে। ভারতের কাছে অতিরিক্ত ট্যাঙ্ক রয়েছে ৫৯৭৮।
  • আর্মার্ড ভেইকেলস
    ৬৭০৪ টি আর্মার্ড ভেইকেলস রয়েছে ভারতের কাছে। কিন্তু চীনের কাছে মাত্র ৪৭৮৮ আর্মার্ড ভেইকেলস রয়েছে।
  • SPG
    চীনের কাছে মজুত আছে ১৭১০ SPG। কিন্তু ভারতের কাছে রয়েছে ১২৯০ SPG।
  • টাউড আর্টেলরি
    চীনের কাছে ৬২৪৬ টাউড আর্টেলরি থাকলেও, ভারতের কাছে এর পরিমাণ মাত্র ১৭৪১৪।
  • মাল্টিপেল রকেট লঞ্চ সিস্টেম
    ভারতের সংগ্রহে ২০৯২ মাল্টিপেল রকেট লঞ্চ সিস্টেম, থাকলেও চীনের কাছে রয়েছে মাত্র ১৭৭০।

বায়ুসেনার ক্ষমতা

  • ফাইটার জেট
    বায়ুসেনার ক্ষমতার দিক থেকে চতুর্থ স্থানে থাকা ভারতের কাছে ফাইটার জেট-এর সংখ্যা ১৭২০। কিন্তু তৃতীয় সাথে থাকলেও চীনের কাছে রয়েছে মাত্র ১৩০০ টি। সুখোই SU30MKI, MID29 এছাড়াও বেশ কয়েকটি শক্তিশালী যুদ্ধ বিমান সামিল রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। এছাড়া ভারতে নির্মান তেজস যুদ্ধ বিমানও রয়েছে ভারতের কাছে। অপরদিকে চীনের কাছে আছে রাশিয়ান সুখোই 35s এবং সুখোই 27s রয়েছে। এছাড়াও নিজের দেশের তৈরি করা বেশ কয়েকটি শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে চীনের কাছে।
  • হেলিকপ্টার
    চীনের কাছে ৯১১ টি হেলিকপ্টারের মধ্যে ২৮১ টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। কিন্তু ভারতের কাছে ৭২২ টি হেলিকপ্টারের মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ২৩ টি।

নৌবাহিনীর ভূমিকা

  • ১ টি করে এয়ার ক্রাফট কেরিয়ার দুই দেশের কাছেই আছে।
  • ডিস্ট্রয়ার
    চীনের কাছে ২৫ টি থাকলেও ভারতের কাছে আছে মাত্র ১১ টি।
  • ফ্রিগেটস
    চীনের কাছে রয়েছে মটি ৪২ টি। কিন্তু ভারতের কাছে রয়েছে মোট ১৪ টি।
  • সাবমেরিন
    চীনের কাছে ৮ টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এবং ৫০ টি অ্যাটাক সাবমেরিন। কিন্তু ভারতের কাছে আছে ১৫ টি সাবমেরিন। এছাড়াও কিছু দিন পরই ভারতের কাছেও একটি সুপার কেরিয়ার তৈরি হয়ে যাবে, নাম INS Vishal। পাশাপাশি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্পেশাল ফোর্স হল মার্কোস, যা ভারতের নৌবাহিনীতে রয়েছে।

এক সে বারকর এক
সব কিছু দেখে এই সিদ্ধান্ত আসা যায় যে, চীন যদি ক্ষমতার দিক থেকে কিছুটা এগিয়েও থাকে, ভারত কিন্তু ঠিক তাঁর পিছনেই রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভারত চীনের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। তবে এই সমস্ত অস্ত্র সাধারণ দুই দেশের প্যারেডেই ব্যবহৃত হয়। তবে এমন দিন যেন না আসে, যেদিন এক দেশের বিরুদ্ধে অপর দেশকে এই শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে হয়। তাহলে সেদিন শুধুমাত্র দুটি দেশ নয়, গোটা বিশ্বই ক্ষতিগ্রস্থ হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর