চীন- আমেরিকার ঠাণ্ডা যুদ্ধে অংশ নিলে ভারতের পরিণাম হবে ভয়ঙ্কর, হুঁশিয়ারি দিল চীন

বাংলাহান্ট ডেস্কঃ লাদাখে সীমান্ত এলাকায় সংঘর্ষ চালিয়ে এবার ভারতকে (India) হুঁশিয়ারি দিল চীন (China)। আমেরিকা এবং চীনের ঠান্ডা যুদ্ধে ভারত হস্তক্ষেপ করলে, ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে হুমকি দিল চীন সরকারের মুখপত্র। গ্লোবাল টাইমের রিপোর্ট সূত্রে এই খবর প্রকাশ পেয়েছে। আমেরিকার পক্ষ নিলে সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে।

মার্কিন – চীন সংঘর্ষ
চীন সরকারের মুখপত্র জানাচ্ছে, করোনা ভাইরাস, হংকং ইত্যাদি বিভিন্ন প্রকার বিষয়ে আমেরিকা এবং চীনের মধ্যেকার সংঘর্ষ ধীরে ধীরে চরম সীমায় পৌছাচ্ছে। এই সংঘর্ষ ক্রমশ ঠান্ডা লড়াইয়ের রূপ নিচ্ছে। এই সমস্যার মধ্যে থেকে ভারতকে দূরে থাকারও নির্দেশ দিলেন তিনি। এই যুদ্ধে আমেরিকে সাহায্য করে, চীন বিরোধিতার সুর চড়লেও, ভারত সরকার তাতে যেন কর্ণপাত না করে। এই সমস্যার মধ্যে ঢুকলে ভারতকে সমস্যায় পড়তে হবে।

china 20

হুমকি চীনের
চীনের মুখপত্র আরও বলেন, ভারত আমেরিকাকে সমর্থন করলে, ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। পাকিস্তানের মতো ভারতের ব্যবসায়িক ট্রেড ভেঙ্গে দিতে পারে চীন। চীনের যেসমস্ত জিনিসের প্রতি ভারত নির্ভর করে থাকে, যেমন- মোবাইল, ওষুধ প্রস্তুতের দ্রব্য ইত্যাদি আমদানি বন্ধ হয়ে গেলে, ভারতের ব্যবসায়িক দিক সম্পূর্ণ মুখ থুবড়ে পড়বে। এই অবস্থায় যে কোন পরিস্থিতিতে চীন এই ব্যবসায়িক ট্রেড ভেঙ্গে দিতে পারে।

তৈরি হচ্ছে ভারতও
চীনের এহেন আচরণের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছে ভারতও। ইতিমধ্যেই ভারতে ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিকে বৃহৎ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার ১০ হাজার কোটি অর্থ অনুদানের ব্যবস্থা করেছে। এর ফলে ভারতেই তৈরি করা সম্ভব হবে এপিআই। এছাড়াও ওষুধ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভারতেই তৈরি করার ব্যবস্থাও করা হচ্ছে। তবে এই পরিষেবা চালু হতে এখনও বেশ কিছু বছর সময় লাগবে।

760604 modi g20 summit 759

চীনা পণ্য বর্জনে উঠছে আওয়াজ
বর্তমানে ভারতের কিছু মানুষ চীনা দ্রব্য বর্জনে সোচ্চার হয়েছে। দেশীয় জিনিস ক্রয়, বিক্রয় এবং ব্যবহারের মাধ্যমে মানুষ চীনা দ্রব্য কম ব্যবহার করবে। যার এফেক্ট পড়বে গিয়ে চীনের ব্যবসায়। দেশীয় কোম্পানীর উপর জোর দিয়ে দেশীয় পণ্য ব্যবহারে বেশি জোর দিতে হবে। এমনকি চীনকে বাদ দিয়ে ইউরোপীয় দেশগুলোকে ১০ টি গণতান্ত্রিক দেশের D10 গ্রুপ গঠন করতে চলেছে। যেখানে স্থান পাচ্ছে ভারত। লাভবান হওয়ার মুখে ভারত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর