২০২১ সালে ভারতের অর্থনীতির গতির সামনে দাঁড়াতে পারবে না চীনঃ দাবি IMF-এর

Bangla Hunt Desk: করোনা মহামারিতে বিভিন্ন দেশের মত ভারতের (India) অর্থনীতিরও (Economy) হাল বেহাল হয়ে পড়েছে। এ বছর করোনার কারণে ভারতীয় অর্থ ব্যবস্থায় ১০.৩ শতাংশ পতনের সম্ভাবনা রয়েছে। তবে এই পরিস্থিতিতেও IMF স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, চলতি বছর সামান্য পতন হলেও, আগামী বছরে চীনকে ছাড়িয়ে ভারতের অর্থনীতির অনেক শীর্ষে অবস্থান করবে।

IMF জানিয়েছে, ২০২১ সালে ভারতের অর্থনীতি ৮.৮ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা চীনকে অনেক পিছনে ফেলে দ্রুতই অর্থনীতির শীর্ষে পৌঁছাতে পারে। এদিকে আবার ২০২১ সালের চীনের অর্থ ব্যবস্থা ৮.২ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

IMF

IMF এবং বিশ্ব ব্যাংকের বৈঠকের পূর্বে পেশ করা রিপোর্ট থেকে জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক অর্থব্যবস্থায় ৪.৪ শতাংশ পতন ঘটলেও ২০২১ সালে ৫.২ শতাংশ বৃদ্ধি হতে পারে। আমেরিকার অর্থনীতিতে এই বছর অর্থাৎ ২০২০ সালে ৫.৮ শতাংশ পতনের সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী বছর ২০২১ সালে ৩.৯ শতাংশ অর্থব্যবস্থায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশের অর্থনীতি ঝড়ের গতিতে এগিয়ে গেলেও চীনের মাত্র ১.৯ শতাংশ বৃদ্ধি হবে।

IMF এক রিপোর্টে জানিয়েছে, ভারতে জিডিপিতে অনুমানের থেকেও অনেক বেশি পতন লক্ষ্য করা গেছে। ২০২০ সালে সামান্য নিম্নগামী হলেও, ২০২১ সালে ভারতের অর্থনীতিতে ব্যাপকহারে বৃদ্ধি ঘটবে। পূর্বে বিশ্ব ব্যাংক অনুমান করেছিল এবছর ভারতের জিডিপিতে ৯.৬ শতাংশ ঘাটতি হতে পারে।

চলতি বছরে করোনা ভাইরাসের প্রতিরোধের স্বার্থে ভারত, ইন্দোনেশিয়ার মত বিভিন্ন দেশের অর্থনীতি নড়বরে হয়ে পড়লেও, আগামী বছর ২০২১ সালে তা আবারও শীর্ষে অবস্থান করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর