নতুন কোরান লিখবে চিন!

বাংলা হান্ট ডেস্কঃ কোরানেও বদল! হ্যাঁ, শুনতে একটু আশ্চর্যই লাগছে বটে। মুসলমানদের জন্য এবার নতুন কোরান লিখতে চলেছে চিন। চিনের রাজধানী বেজিং-এ এক বিশেষ ধর্মীয় কমিটির ধারণা, সমস্ত ইসলামিক গ্রন্থের পুনর্মূল্যায়ণের প্রয়োজন। দেশ বা দলের মতবাদ নিয়ে কোনও প্রসঙ্গ থাকবে না সেই নতুন কোরানে।

koran

চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে এমন খবর প্রকাশ্যে এসেছে , জনজাতি ও ধর্ম  বিষয়ক একটি কমিটি নতুন করে ইসলামিক গ্রন্থ লেখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ধর্মের ১৬ জন যোগ দিয়েছেন ওই কমিটিতে। কমিটির প্রধান ওয়াং ইয়াংয়ের বক্তব্য, সমাজতন্ত্রের মূল্যবোধ মেনে চলতে হবে ধর্মগুরুদের। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশগুলি সমাজতন্ত্রের সঙ্গে খাপ খাইয়ে তবেই ধর্মীয় বিষয়গুলির  যথাযথ ব্যাখ্যা করতে হবে । চিনা ভাবধারার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ধার্মিক পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে ।

কম্যুনিস্ট পার্টির এক বিশিষ্ট জনের মতে সমাজতন্ত্রের মূল্যবোধ জানতে হবে । মুসলমানদের মধ্যে সেই মূল্যবোধকে সঠিকভাবে স্থাপন করতে হবে । তবে শুধুই কোরান নয়, বাইবেলেরও নয়া সংস্করণ করতে চলেছে চিনের এই বিশেষ কমিটি। ধর্ম ও ধর্মীয় বিধি নিষেধে কড়া নিয়ন্ত্রণ চালানো পরিকল্পনা নিয়েছে চিন সরকার। নয়।

চিনের জিনজিয়াং প্রদেশে ধর্মের নামে যে ধরণের ঘটনা ঘটেছে, তা খুবই উদ্বেগজনক গোটা দেশের কাছে। ‘শুদ্ধিকরণের’ নামে জিনজিয়াং প্রদেশের প্রায় ১০ লক্ষ মানুষকে বন্দি শিবিরে রাখা হয়েছে। কাজ দেওয়ার নামে তাঁদের দিয়ে রীতিমতো বেগার খাটাচ্ছে প্রশাসন। সবটা জেনেও নির্বাক হয়ে রয়েছে মুসলিম দেশগুলি।

 

 

সম্পর্কিত খবর