যে হাতিয়ার উড়িয়েছিল পাকিস্তানের ঘুম! সেই অস্ত্রই ভারতের কাছ থেকে কিনতে চাইছে চিনের “শত্রু”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, চিনের ক্রমবর্ধমান হুমকির মধ্যে তাইওয়ান প্রতিরক্ষা চুক্তির জন্য ভারতের (India) দিকে তাকিয়ে আছে। মূলত, তাইওয়ান ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) দ্বারা যৌথভাবে তৈরি অত্যাধুনিক D4 অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।

ভারতের (India) অস্ত্র কিনতে ইচ্ছুক তাইওয়ান:

উল্লেখ্য যে, চিনের ক্রমবর্ধমান ড্রোন কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন তাইওয়ান দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে, তাইওয়ান ভারতের (India) সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্যও গভীর আগ্রহ দেখিয়েছে।

কী জানিয়েছেন DRDO-র আধিকারিক: এই প্রসঙ্গে মানিকন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, DRDO-র একজন আধিকারিক নিশ্চিত করেছেন যে, তাইওয়ানের অনুরোধ যুদ্ধ সমাধান হিসেবে D4 সিস্টেমের ক্রমবর্ধমান খ্যাতির প্রতিফলন ঘটায়। তিনি আরও বলেন, ভারত (India) ও তাইওয়ানের মধ্যে একটি সফল চুক্তি গভীর প্রতিরক্ষা সহযোগিতার পথ খুলে দিতে পারে। যার মধ্যে উচ্চ-প্রযুক্তির কাউন্টার-ড্রোন টেকনোলজিরযৌথ উন্নয়নও অন্তর্ভুক্ত থাকতে পারে।

 China's enemies want to buy weapons from India.

এছাড়াও, তাইওয়ানে ভারতের (India) কৌশলগত প্রবেশাধিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিকার হিসেবে কাজ করতে পারে। যা আঞ্চলিক নিরাপত্তা গতিশীলতাকে নতুন আকার দিতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রিঙ্কু আংটি পরাতেই চোখে জল প্রিয়া সরোজের! বাগদানের অনুষ্ঠানে অতিথিদের তালিকায় বড় চমক

অপারেশন সিঁদুর চলাকালীন দুর্দান্ত কৃতিত্ব অর্জিত হয়েছে: ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং-এর (IDRW) বিবৃতি অনুসারে ভারত (India)-পাকিস্তান সংঘর্ষের সময়ে তুর্কমেনিস্তানের ড্রোন এবং অস্ত্র নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ভারতের দেশীয়ভাবে তৈরি ডিটেক্ট, ডিটার, ডিফেন্ড অ্যান্ড ডেস্ট্রয় (D4) অ্যান্টি-ড্রোন সিস্টেম বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন: দুর্দান্ত ক্যাম্পাস, যুগোপযোগী শিক্ষাদান! স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির হাত ধরেই স্বপ্নপূরণ পড়ুয়াদের

D4 অ্যান্টি-ড্রোন সিস্টেম ভারতের (India) অপারেশন সিঁদুরের মাধ্যমে তার ক্ষমতা প্রদর্শন করেছে,। যেখানে সেটি তুরস্কের বায়রাক্টর টিবি-২ ড্রোন সহ পাকিস্তানি ড্রোনের একটি ঝাঁককে সফলভাবে নিষ্ক্রিয় করেছে। শত্রু ড্রোনকে নিষ্ক্রিয় করার জন্য এই সিস্টেমটি সফট কিলিং পদ্ধতি (ইলেকট্রনিক জ্যামিং, জিপিএস স্পুফিং) এবং হার্ড হত্যা কিল (লেজার-ভিত্তিক শক্তি অস্ত্র) উভয়ই ব্যবহার করে বলে জানা গিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

 

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।