সমুদ্রে চীনের দাদাগিরি শেষ! ভারত ৫৫,০০০ কোটি টাকায় কিনতে চলেছে ৬ টি সাবমেরিন

Bangla Hunt Desk: শত্রু দেশ থেকে আগত হামলার জন্য নিজেদের শক্তিশালী করছে ভারত (India)। স্থল, নৌ এবং বিমান সবদিক থেকেই নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর ভারতীয় সেনা বাহিনী (Indian army)। সেইমত সমুদ্র যুদ্ধে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে সর্বপরী চীনের নৌবাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধে অবতীর্ণ হতে এবার নিজেদের সামুদ্রিক ক্ষমতা বাড়াচ্ছে ভারত।

সাবমেরিন প্রস্তুতের লক্ষ্যে ভারত
সমুদ্রে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে ছয়টি সাবমেরিন (Submarine) নির্মানের বিড প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মেগা প্রকল্পের জন্য খরচ হতে পারে প্রায় ৫৫,০০০ কোটি টাকা। অক্টোবরে পার করেই থেকেই এই শক্তিশালী সাবমেরিন প্রস্তুতের কাজ শুরু করা হবে।

submarine 20190624220707

এই সাবমেরিনগুলি ভারতে হাইপিড কৌশলগত অংশীদারিত্বের মডেলের অধীনে নির্মান করা হবে। লক্ষ্য হল, দেশীয় সংস্থাগুলিতে প্রতিরক্ষ বিষয়ক অস্ত্র নির্মানের বৃহিত প্ল্যাটফর্ম তৈরি করার পাশাপাশি বহির্দেশ থেকে আমদানি নির্ভরতা হ্রাস করা। সূত্র জানায়, পি-75I নামের এই মেগা প্রকল্পের জন্য সাবমেরিনের স্পেসিফিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনীর পৃথক দল অক্টোবরের মধ্যে আরএফপি জারির জন্য নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য দুটি ভারতীয় শিপইয়ার্ড এবং পাঁচটি বড় বিদেশী প্রতিরক্ষা সংস্থাকে নির্বাচিত করেছে। এল অ্যান্ড টি গ্রুপ এবং সরকারী মালিকানাধীন মাজাগাঁও ডক লিমিটেড হল নির্বাচিত দুই ভারতীয় শিপইয়ার্ড। অপরদিকে বিদেশি সংস্থাগুলির মধ্যে রয়েছে জার্মানির থেনক্রাপ মেরিন সিস্টেমস, স্পেনের নাভন্তিয়া এবং ফ্রান্সের নেভাল গ্রুপ।

ভারতের সেনা সাবমেরিনের হিসাব
বর্তমানে ভারতের নৌসেনাবাহিনীতে ১৫ টি প্রচলিত সাবমেরিন এবং দুটি পারমাণবিক সাবমেরিন রয়েছে। তবে ভবিষ্যতে ছয়টি পারমাণবিক স্ট্রাইক সাবমেরিন সহ ২৪ টি নতুন সাবমেরিন প্রস্তুতের লক্ষ্যে রয়েছে। লক্ষ্য প্রতিবেশি শত্রু দেশের হামলা থেকে দেশমাতৃকা এবং দেশবাসীর সুরক্ষা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর