বড় কিছু করার ধান্দায় চীন! রাতের অন্ধকারে করলো ভয়ানক কান্ড

বাংলাহান্ট ডেস্কঃ সীমান্ত পেরিয়ে চীন (china) সরকার কোন কিছুতেই ভারতের (india) পেছন ছাড়ছে না। সর্বদাই ভারতের বিরুদ্ধে কিছু না কিছু পরিকল্পনা করেই চলেছে। তবে এবার ধারণা করা হচ্ছে, বড় কোন পরিকল্পনার পথে রয়েছে জিনপিং-র সেনারা। রাতের অন্ধকারে বিপজ্জনক সামরিক মহড়া চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি এমনটা জানা গিয়েছে।

   

সূত্রের খবর, পিপলস লিবারেশন আর্মির জয়েন্ট মিলিটারি ব্রিগেড তিব্বতে জৈবিক এবং সেইসঙ্গে পরমাণু বিরোধী যুদ্ধ এবং রাসায়নিক অস্ত্র দিয়ে যুদ্ধের মহড়া দিচ্ছে চাইনিজ সেনারা। নিজেদের অফিসিয়াল নিউজ পোর্টালে এই তথ্য নিজেরাই দিয়েছে পিপলস লিবারেশন আর্মি। যা থেকে জানা গিয়েছে, নভেম্বরের শেষের দিকে ২৪ ঘণ্টা দীর্ঘ মহড়া দেয় চীনা সেনারা।

চাইনিজ সেনা,বাংলা খবর,bangla news,chinese army,চীন,china,ভারত,india

সেই সংবাদ প্রতিবেদনে মহড়ার প্রকৃতি এবং জড়িত সৈন্যদের বর্ণনা করা হয়েছে। তবে মহড়াটি তিব্বতের ঠিক কোন স্থানে করা হয়েছিল, তা পরিস্কার করেনি চীন। প্রতিবেদনে লেখা ছিল, ‘নভেম্বরের শেষের দিকে একটি বরফ মালভূমিতে একটি সত্যিকারের যুদ্ধ মহড়া পরিচালনা করছে যৌথ সামরিক ব্রিগেড। যার নেতৃত্ব দিচ্ছে তিব্বত মিলিটারি এরিয়া কমান্ড’।

এই সূত্র ধরেই আগামীতে বড় কোন হামলার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, চাইনিজ সেনাদের সেখানে অনুশীলনের সময় এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে করে যে কোন বাঁধা তাঁরা সহজেই অতিক্রম করতে পারে। যেমন- দিন ও রাতের কৌশল, বিভিন্ন অস্ত্রের শিক্ষার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের অবস্থা সম্পর্কে সজাগ থাকা সবকিছুই। রকেট উৎক্ষেপণ থেকে অবাধ বিস্ফোরণ, সব বিষয়েই সমান দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর