চীনের বিরুদ্ধে প্রতিশোধের রাস্তায় মোদি সরকার , বন্ধ করল চীনা নাগরিকদের ভারতে ঢোকার পথ

ভারত-চীন (india china) উত্তেজনা কমার এই মুহুর্তে কোনো লক্ষণই নেই। প্রকৃত নিয়ন্ত্রণের (LAC) রেখায় শান্তি লঙ্ঘনের চেষ্টা করেছিল চীন। তারপর এই উত্তেজনা ছড়ায়। যার উত্তেজনার পারদ খানিকটা কমলেও এখনো তা স্তিমিত হয় নি। এই পরিপ্রেক্ষিতেই চীন ভারতীয় নাগরিকদের চীনে প্রবেশ নিষিদ্ধ করেছে। এবার চীনকে শিক্ষা দেওয়ার জন্য মোদি সরকারও প্রতিশোধমূলক পদক্ষেপ নিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, অনানুষ্ঠানিকভাবে সমস্ত ভারতীয় এয়ারলাইনকে চীনা নাগরিকদের ভারতে না আনতে বলা হয়েছে।

India,china,modi government,ভারত,চীন

   

চীন ও ভারতের মধ্যে সমস্ত ফ্লাইট এখনও বন্ধ রয়েছে। তবে চীনা নাগরিকরা ভারতে আসার আগে অন্য যে কোনও দেশ হয়ে আসতে পারতেন, তাদের জন্য এয়ার বাবলের ব্যাবস্থা রয়েছে। ঘুরপথে হলেও চীনা নাগরিকরা সেখান থেকে বিমানে ভারতে আসতে পারতেন। সাধারণ ভাবে চীনা নাগরিকরা ইউরোপ হয়ে ভারতে আসতেন। এবার সেই পথও বন্ধ করল ভারত।

গত কয়েক সপ্তাহ ধরে, ভারত ও বিদেশের বিমান সংস্থাগুলিকে স্পষ্টভাবে চীনা নাগরিকদের ভারতে আনতে বারন করা হয়েছে । বর্তমানে সে দেশের নাগরিকদের জন্য ভারতের জন্য সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করা হয়েছে। তবে বিদেশী নাগরিকদের কাজের সাথে এবং অন্যান্য বিভাগের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভারত সফরের অনুমতি রয়েছে। এটাও বলা হচ্ছে যে এয়ারলাইনস কর্তৃপক্ষকে এই নির্দেশাবলী লিখিতভাবে দেওয়ার জন্য বলেছে।

জানিয়ে রাখি, ভারতের এই পদক্ষেপ চীনের প্রতিহিংসামূলক সিদ্ধান্তের পরেই নেওয়া হয়েছে। চীনে আটকা পড়া কয়েকশ ভারতীয়কে ভারতে ফিরে যেতে দেওয়া হচ্ছে না। চীন তাদের যাতায়াত করতে দিচ্ছে না। এই মুহুর্তে বহু ভারতীয় চীনের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে। প্রায় ১৫০০ ভারতীয় এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে। নভেম্বরের গোড়ার দিকে, করোনার মহামারীর কারণে চীন কয়েকটি দেশের নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছিল। এর মধ্যে ভারতীয়রাও রয়েছেন। এই সিদ্ধান্তের পালটা চীনাদের প্রবেশ বন্ধ করতে চলেছে ভারতও।

 

সম্পর্কিত খবর