মাঝরাতে গলা ভেজাতে গিয়ে ছয় মাসের জন্য নির্বাসিত চীনের ফুটবলাররা।

চীনের সরকার দাবি করেছেন চীনে এখনও পর্যন্ত এক লক্ষের কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু চীনা সংবাদমাধ্যমের দাবি সরকারের দেওয়া সেই তথ্য একেবারেই ভুলে ভর্তি। চিনে আক্রান্তের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। তবে আক্রান্তের সংখ্যা যাই হোক না কেন এই মুহূর্তে চীনা সরকার পুরোপুরিভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সেই দেশে আর করোনো সংক্রমণ বৃদ্ধি না পায়। সেই কারণে চীনা সরকার দেশের নাগরিকদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে। আর সেই নিয়ম না মানলে নেওয়া হচ্ছে কড়া শাস্তি।

চীনের অনূর্ধ্ব 19 ফুটবল দলের বেশ কয়েক জন ফুটবলার সরকারের দেওয়া সেই নির্দেশ অমান্য করে গলা ভেজানোর জন্য মাঝরাতে চলে যায় পানশালায়। গলা ভিজলো বটে কিন্তু তার সাথে ভোগ করতে হল কড়া শাস্তি। সরকারের নির্দেশ অমান্য করে মাঝরাতে পানশালায় গলা ভেজানোর জন্য চীনের অনূর্ধ্ব 19 ফুটবল দলের ছয় জনের বিরুদ্ধে নেওয়া হবে কড়া শাস্তি। সেই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরই সেই ছয় জনের বিরুদ্ধে করার শাস্তি নেওয়া হবে বলে জানিয়েছে চীনা সরকার।

করোনা সংক্রমণ রোধ করার জন্য চীনা সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম লাঘু করেছে। সেই নিয়ম অমান্য করলে দেশের যেকোনো নাগরিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা সরকার। সেই কারণেই নিয়ম অমান্য করার জন্য চীনের অনুর্ধ 19 ফুটবল দলের ছয় ফুটবলারকে ছয় মাসের জন্য নির্বাসিত করল চিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চীনের পেশাদারিত্ব ফুটবলের কোন সংগঠন নেই, সেই কারণে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন না ফুটবলাররা। আপাতত 30 শে নভেম্বর পর্যন্ত এই ছয় ফুটবলার বিরুদ্ধে নির্বাসন লাঘু রইল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর