চীনের জিনিস ব্যবহার করা যাবে না, ফতোয়া জারি করল এক মুসলিম সংগঠন

বাংলাহান্ট ডেস্কঃ ভারত-চীন সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা। আর এর জন্য ভারতজুড়ে চীনা পন্য বয়কট করছেন ভারতীয়রা। এবার চীনা পণ্য বয়কট করার ফতোয়া দিল এক মুসলিম সংগঠন। নাম অল ইন্ডিয়া তাঞ্জিমুল ইসলাম (All India Tanjimul Islam)। এই সংগঠনের তরফে মুসলিমদের চীনা পণ্য ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য, দেশের স্বার্থে সরকার এবং সেনাবাহিনীর পাশে দাঁড়ানো।

   

জানা গিয়েছে, গত সোমবার রাতে লাদাখ সীমান্তে বেড়ে গিয়েছে উত্তেজনা। আর এর প্রভাব এসে পড়েছে ভারতে- চীন সম্পর্কে। চীনের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে  ফতোয়া জারি সংগঠন।

সংগঠনের সম্পাদক মৌলানা বলেন, ভারতের ভূখণ্ড দখলের ষড়যন্ত্র, কার্যকলাপ ভারতীয়দের মনে প্রতিবেশী দেশের প্রতি বিরক্তি জাগিয়ে তোলা, এইসব ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় নিন্দা করছি আমরা।ক্যাম্পেইনের সময় থেকেই চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। আবার কেউ কেউ জনপ্রিয় এক টিকটক ব্যবহার করা ছেড়ে দেন।

সম্পর্কিত খবর