এবার বেসুরো চিরঞ্জিৎ, তৃণমূল ছাড়ার কথা জানিয়ে চিঠি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই এবার তৃণমূল (tmc) ছাড়ছেন অভিনেতা তথা বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjit chakraborty)। রাজনীতির লোক নন, তাও সিট বাড়ানোর জন‍্য নির্বাচনে দাঁড় করিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee), এমনি জানালেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে চিরঞ্জিৎ জানান, তিনি প্রথম থেকেই অরাজনৈতিক লোক। তাও মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে ছিলেন। আগে সরকার গঠনের জন‍্য অনেক সিটের প্রয়োজন ছিল তৃণমূলের। তাই মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কথাতেই ২০১১ ও ২০১৬ তে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি।

146507
কিন্তু এবারে অব‍্যাহতি চান রাজনীতি থেকে, এমনটাই বক্তব‍্য চিরঞ্জিতের। সে কথা জানিয়ে মমতাকে চিঠিও লিখেছেন তিনি। তবে এখনো নেত্রীর তরফে কোনো উত্তর মেলেনি। চিরঞ্জিতের বক্তব‍্য, তৃণমূল ছাড়লেও অন‍্য দলে যোগ দেবেন না তিনি। বরং ফিরবেন নিজের আসল জায়গা, অভিনয় জগতে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে দলবদলের রাজনীতি। তৃণমূল থেকে যেমন বিজেপিতে যোগদান হচ্ছে তেমনি পালটা বিজেপি থেকেও যোগদান হচ্ছে তৃণমূলে। পাশাপাশি নতুন করে টলিউডের বেশ কয়েকজন তারকাও যোগ দিচ্ছেন সক্রিয় রাজনীতিতে।

বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ‍্য অফিসে কৌশিকের হাতে পার্টির গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন‍্যান‍্য নেতারাও।

অপরদিকে কৌশানি মুখার্জি, সৌরভ দাস, দীপঙ্কর দে সহ একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের গুণগান করে সবুজ পার্টির সঙ্গেই মানুষের সেবার অঙ্গীকার নেন তারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর