এবার নথি পরীক্ষায় থাকবেন না সিভিক ভলেন্টিয়ারদের নাম,কী অভিযোগ উঠল?

বাংলা হান্ট ডেস্ক : সিভিক ভলান্টিয়ারদের একাংশ চালকদের থেকে টাকা আদায় করেন,উঠছে এমন বহু অভিযোগ।এমন অভিযোগ ওঠে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী ও কনস্টেবলদের একাংশের বিরুদ্ধেও।

বুধবার এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনীর শীর্ষ কর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বন্ধ করতে হবে সিভিক ভলেন্টিয়ারদের এই অরাজকতা। কিন্তু প্রশ্ন উঠছে, এমন অভিযোগ এইবারই প্রথম নয়।

   

বৃহস্পতিবার লালবাজার ফের জানিয়েছে, শহরের রাস্তায় যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারেরা শুধু ট্র্যাফিক পুলিশের কর্মী এবং অফিসারদের সহযোগিতা করবেন। এর বাইরে কিছু নয়।সিভিক ভলান্টিয়ারেরা আইনভঙ্গকারী কোনও গাড়ি আটকাতে বা নথি পরীক্ষা করতে পারবেন না। তাঁরা ট্র্যাফিক কনস্টেবল বা সার্জেন্টদের সাহায্য করবেন।

সম্পর্কিত খবর