জলপাইগুড়িতে পুলিশ আর কয়েদিদের মধ্যে তুমুল সংঘর্ষ! বন্ধ করে দেওয়া হল জেলের প্রবেশ দ্বার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জলপাইগুড়ির (Jalpaiguri) কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার পুলিশ আর বন্দিদের মধ্যে প্যারোল না পাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে। করোনা ভাইরাসের কারণে গোটা দেশে ৩রা মে পর্যন্ত লকডাউন জারি আছে, এর কারণে বন্দিরা জামিনও নিতে পারছে না। চীফ ডিসিপ্লিন অফিসার অসিম আচার্য বলেন, বন্দিরা জেলের সুরক্ষা বাহিনীর উপর পাথর ছোঁড়ে আর প্রবেশদ্বার বন্ধ করে দেয়। এই ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পশ্চিমবঙ্গে শনিবার ৩২ টি নতুন করোনার মামলা পাওয়া গেছে। স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনো পর্যন্ত ২৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেকদিকে, এই মারক ভাইরাসের কারণে ১০ জনের প্রাণ গেছে। রাজধানী কলকাতায় সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি। শুধুমাত্র কলকাতেতেই ১০৫ জনের মধ্যে করোনার মামলা পাওয়া গেছে।

স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১৪ হাজার ৩৭৮ হয়ে গেছে। এদের মধ্যে ৪ হাজার ২৯১ টি মামলা তাবলীগের সাথে জড়িত। উনি বলেন, এটা মোট আক্রান্তদের ২৯.৮ শতাংশ। স্বাস্থ মন্ত্রালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার ৯৯১ টি মামলা সামনে এসেছে আর ৪৩ জনের মৃত্যু হয়েছে। উনি বলেন, এখনো পর্যন্ত মোট ১৯৯২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

আপনাদের জানিয়ে দিই, মার্চে দিল্লীর মরকজে আয়োজিত তাবলীগ জামাতের অনুষ্ঠানের পর জামাত সদস্যরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত দিল্লীতে মোট ৬৯ শতাংশ করোনা পজেটিভ মামলা তাবলীগ এর সাথে যুক্ত। তামিলনাড়ুর সর্বাধিক ৮৪% মামলা তাবলীগের সাথে যুক্ত। তেলেঙ্গানার ৭৯% মামলাই তাবলীগের সাথে যুক্ত। উত্তর প্রদেশের ৫৯% এবং অন্ধ্রপ্রদেশের ৬১% মামলা তাবলীগ এর সাথে জড়িত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর