লকডাউনের মধ্যে সীমান্তে দুই রাজ্যের পুলিশের মধ্যে মারামারি! বর্ডার হয়ে উঠল যুদ্ধে ময়দান

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে উত্তর প্রদেশ (Uttar Pradesh) আর রাজস্থান (Rajasthan) এর বর্ডার যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। সেখানে দুই রাজ্যের পুলিশের মধ্যে রবিবার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রাজস্থানের পুলিশ কর্মী সীমান্তে লাগানো ব্যারিকেড ভেঙে দেয়। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছে। সূচনা পাওয়ার পর ভরতপুর আর মথুরা জেলার পুলিশের আমলারা ঘটনাস্থলে পৌঁছায়।

   

ঘটনা অনুযায়ী, রাজস্থান পুলিশ বিনা রেকর্ডে ঝাড়খণ্ড-বিহার থেকে শ্রমিকদের উত্তর প্রদেশে ঢোকাচ্ছিল, আর এই ঘটনার বিরোধিতা করে মথুরা পুলিশ। এরপর রাজস্থান পুলিশকর্মীরা মথুরা বর্ডারের ব্যারিকেড ভেঙে দেয় আর পরিযায়ী শ্রমিকদের মথুরার রাস্তা দিয়ে বিহারে ঢোকানোর চেষ্টা চালায়।

রাজস্থান পুলিশের এই কাজের পর উত্তর প্রদেশ পুলিশ আর রাজস্থান পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষে দুই পুলিশকর্মী আহত হন। খবর পাওয়ার পর সীমান্তে ভরতপুর এসএসপি, ডিএম তথা মথুরার এসএসপি ঘটনাস্থলে পৌঁছান। দুই জেলার আমলাদের মধ্যে কথাবার্তা হয়। যদিও মথুরার জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছান নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর