খাবার খেয়ে এই কাজটি ভুলেও করবেন না, এই বদ অভ্যাস আপনাকে দরিদ্র করে তুলবে!

বাংলাহান্ট ডেস্ক : প্রতিটা মানুষেরই জীবন যাপনের জন্য খাবার খুবই প্রয়োজনীয় এবং খাবারের অসম্মান মানে ঈশ্বরের প্রতি অবহেদা। শাস্ত্র মতে, যে বাড়িতে অন্নের অপমান হয় সেখানে মা অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মী বসেন না। এই দুই দেবীর অসম্মান হলে টাকা ও খাবারের ভাণ্ডার শূন্য হয়ে যায়।

অনেকেরই খাবার খাওয়ার পর থালায় হাত ধোয়ার অভ্যাস আছে। যার কারণে তাদের ইচ্ছা হোক বা না হোক নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবী লক্ষ্মী খাবার খাওয়ার পর থালায় হাত ধোয়া একেবারেই পছন্দ করেন না । আপনার উপর সেক্ষেত্রে প্রচন্ড ক্ষুব্ধ হবেন তিনি। আপনারও যদি এই ভুল অভ্যাস থেকে থাকে, তাহলে আজকেই সেটাকে ত্যাগ করুন।

খাবার খেয়ে থালায় হাত ধুলে কুপিত হন দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী। ফলে ঘরে দারিদ্র্য আসে এবং ব্যক্তিকে আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়। তাই ভুলেও খাবার পর প্লেটে হাত ধোয়া একেবারেই অনুচিত।

Remember ma Annapurna to alleviate food shortage

এই বিষয়গুলোরও বিশেষ যত্ন নিন-
• শাস্ত্র মতে খাবার গ্রহণের আগে ভগবানের ধ্যান করা উচিত।
• খাবারের প্লেট সবসময় সম্মানের সাথে রাখতে হবে।
• রান্নাঘরে বসে খাবার খেলে অশুভ গ্রহের প্রভাব দূর হয়।
• প্লেট কখনই এক হাতে ধরা উচিত নয়।
• খাবার কখনই প্লেটে ফেলে রাখা উচিত নয়।
• খাবার খাওয়ার সময় কথা বলবেন না।
• অন্যের থালার এঁটো খাবার খাবেন না।
• খাবার সময়ে প্লাস্টিক বা ফাইবারের থালার বদলে কাঁসার থালা ব্যবহার করুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর