গরুর দুধ খাই,সকালে ওম মন্ত্রপাঠ করি, ছাগলের দুধ খেলে শরীর তুলতুলে হয়, মোদীকে তোপ মমতার

একদিকে রাজনীতি আর অন্যদিকে রাজনীতির নাম করে ধর্মভেদ। দেশের অন্দরে রাজনীতির চালচিত্রটাই যেন পরিনত হয়েছে ধর্ম বিভেদকে কেন্দ্র করে। বার বার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে মুসলিমদের ছোটো করে দেখার অভিযোগ উঠেছে। এমনকি গরুনিয়েও নরম হিন্দুত্বকে উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার এনআরসির বিরোধিতা করলে গিয়ে ধর্মের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমস্ত ধর্মের প্রতি যে ভক্তি তার কথা তুলে ধরে তিনি রোজ সকালে 20 বার ওমন মন্ত্র পাঠ করেন এবং গরুর দুধও খেয়েছেন বলে দাবি করেন।

বুধবার, মথুরায় একটি পশু রোগ নিয়ন্ত্রন প্রকল্পের সূচনা করতে গিয়ে গরুর নাম শুনলে কিছু মানুষের লোম খাড়া হয়ে যায় বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। তাই বৃহস্পতিবার শ্যামবাজারের সভা মঞ্চ থেকে এনআরসির বিরোধিতার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান ”আমি গরুর দুধ খেয়েছি। ছাগলের দুধ খেয়েছি। তোমরা খাও। শরীর তুলতুলে হবে। আমি সকালে ওম বলি। ২০ বার ওম বলি।”

প্রধানমন্ত্রীর নাম না করে মুখ্যমন্ত্রী ধর্মের নামে বিভেদের প্রঙ্গে আরও সুর চড়িয়ে বলেন, ”আমাদের এখানে গণপতি পুজো হয়। সবাই লাড্ডু খাওয়ায়। খিচুড়ি, লাবড়া খেয়ে দেখছ। খেয়ে দেখে যাও কেমন টেস্ট। আমন্ত্রণ রইল। খিচুড়ি খাওয়াবো, লাবড়া খাওয়াবো, পায়েস খাওয়াবো। আমার বাড়িতেও গণপতি পুজো হয়। আমি কি ছটপুজোয় যাই না? আমায় ধর্ম শেখাচ্ছে। বড়দিন পালন করি না? কেক খাই না? চার্চে যাই না? ইদে বিরিয়ানি, সিমাই খাই না? আমরা বলি না, বুদ্ধং শরণং গচ্ছামি। ধর্ম, জাতির ভিত্তিতে এনআরসি মানব না।”

রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ঘেঁষা বিজেপি এখন হিন্দু প্রধান রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ এটাই বোঝাতে চাইছে। এবং লোকসভা ভোটের মতো বিধানসভা ভোটেও মিরাক্কেল ফলাফল পেতে চাইছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সমস্ত ধর্মের পাশে দাঁরানো উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার সমস্ত ধর্মের সঙ্গে তাঁর যোগাযোগের পরিধি সম্পর্কে একপ্রকার সম্যক ধারণা যাতে বিজেপির মনে তৈরি হয় তার চেষ্টা করেছেন তিনি।

সম্পর্কিত খবর