মোদী আমলে ভারতের অবস্থা সুপার এমারজেন্সি: মমতা ব্যানার্জী, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে করলেন টুইট

কেন্দ্রে বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 370 ধারা রদ হওয়া থেকে এনআরসি ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নিয়েমশৃঙ্খলার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাঁকে। তবে এবার দেশের গণতন্ত্র নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এতদিন অবধি বিজেপি নেতৃত্বরা রাজ্যের গণতন্ত্র নিয়ে বার বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। এবার গণতন্ত্র দিবসে কেন্দ্রকে খোঁচা দিয়ে দেশে সুপার এজেন্সির জমানা চলছে বলে মতপ্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ট্যুইট করে মুখ্যমন্ত্রী এদিন বলেছে, সাংবিধানিক অধিকার রক্ষা করার ডাক। মানুষের স্বাধীনতা রক্ষা করতে যা যা দরকার তা করার আশ্বাস মমতার।

যদিও এই প্রথমবার নয় এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মোদী জমানাকে সুপার এজেন্সির সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি গণতন্ত্র শক্তিশালী করার জন্য দেশবাসীকে আহ্বানও জানিয়েছিলেন তিনি। চলতি বছরের জুন মাসে বিশ্ব ভিটিলিগো দিবস উপলক্ষ্যে একটি ট্যুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী পাঁচ বছর ধরে দেশে সুপার ইমারজেন্সি চলার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গণতন্ত্রের ভাবধারা সৃষ্টির জন্য এবং গণতন্ত্র রক্ষার চর্চার জন্য 2007 সাল থেকে বিশ্ব আন্তর্জাকিত গণতন্ত্র দিবস পালনের জন্য একটি দিনকে নির্বাচন করে। তখন থেকে গণতন্ত্র দিবস পালিত হচ্ছে। তাই প্রতিবছর 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে।একদিকে রাজ্যের গণতন্ত্র রক্ষার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কটাক্ষ অন্যদিকে দেশের সংবিধান মেনে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে ডাক। দুই মিলে রাজ্য ও কেন্দ্রীয় রাজনৈতিক পরিস্থিতি একেবারে বিতর্কের জায়গায় পৌঁছেছে।

সম্পর্কিত খবর