অক্সিজেনের বরাদ্দ বাড়াতে কেন্দ্রকে জরুরী চিঠি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় মেডিকেল অক্সিজেনের বরাদ্দ বাড়ানো এবং বাংলায় উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে কেন্দ্রকে জরুরী চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠির উপরে পেন দিয়ে নিজের হাতে very urgent অর্থাৎ খুব জরুরী কথাটিও লিখে দেন মুখ্যমন্ত্রী। এই চিঠিতে রাজ্যের কোভিড রোগীদের জন্য অক্সিজেনের নূন্যতম বরাদ্দের পরিমাণ ৫৫০ মেট্রিক টন করার আর্জি জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়েছে। রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেন লাগছে। আগামী ৭-৮ দিনে তা বেড়ে হতে পারে ৫৫০ মেট্রিক টন।”

একথা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে এর আগেও জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। সে কথা উল্লেখ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে তাকে রাজ্যের অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে ৫৫০ মেট্রিকটন করার আর্জি জানিয়ে ছিলেন রাজ্যের মুখ্য সচিব। যদিও বাংলার বরাদ্দ না বাড়িয়ে অন্য রাজ্যের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। আর সেটাও করা হচ্ছে বাংলায় উৎপাদিত অক্সিজেন থেকেই। মুখ্যমন্ত্রী অভিযোগ গত ১০ দিনে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানো অক্সিজেনের পরিমাণ ২৩০ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬০ মেট্রিক টনে।আর বাংলার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন। যদিও বাংলায় চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন অক্সিজেনের।

মুখ্যমন্ত্রীর দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকার অক্সিজেনের বরাদ্দের বিষয়টি খতিয়ে দেখুন এবং ৫৫০ মেট্রিক টন অক্সিজেন বাংলার জন্য বরাদ্দ করুন। সরকারি বরাদ্দ না বাড়ালে অক্সিজেনের ঘাটতি হতে পারে এবং এর জন্য মৃত্যু হতে পারে বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর