‘…দেখি দুটি মেয়ে গেরুয়া পোশাকে দাঁড়িয়ে আছে! ওদেরও পরতে বলা হয়েছে,’ বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার নবান্ন থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে তারপরই একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের (BJP Government) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো। নিজের ছোট্ট একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন মমতা। বলেন গতকাল আলিপুরের ডিজি হেডকোয়ার্টার থেকে ফেরার পথে একটি পেট্রোল পাম্প তার নজরে আসে। সেখানে দু’জন মহিলাকে গলায় কার্ড ঝুলিয়ে গেরুয়া পোশাক পরিহিত অবস্থায় দেখেন মমতা।

কৌতূহলের বশে নিজের সাথে থাকা এক পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে?’ তখন ওই পুলিশ কর্মী মমতাকে জানান, সব পেট্রোল পাম্পে নির্দেশ, যারা কাজ করবেন, তাদের গেরুয়া পোশাক পরেই কাজ করতে হবে।

এর ঘটনায় রীতিমতো বিস্মিত মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, ‘মেট্রো স্টেশনগুলিতে অর্ধেক গেরুয়া করে দেওয়া হয়েছে। ৩৬ টি স্টেশনে আধুনিকীকরণের নামে গেরুয়া করার পরিকল্পনা চলছে।’

মমতার অভিযোগ, ‘বাইপাসের ধায়ে সব মেট্রো স্টেশন দেখুন, সব গেরুয়া করে দিয়েছে। শুধু গেরুয়া করার প্ল্যান। সারা দেশে যদি গেরুয়া রং হয়ে যায়, তখন অন্য রং কোথায় যাবে। আর গেরুয়া রং পবিত্র রং। এটাকে নিয়ে যদি ওরা অত্যাচারের প্রতীক হিসাবে গ্রহণ করে তাহলে মানুষ তা গ্রহণ করবে না।’

পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, ‘রং হিসেবে গেরুয়া আমাদের অপছন্দের নয়’। তার কথায়, ‘গেরুয়া একটি পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে দেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।’

mamata

ওদিকে গতকাল বিজেপি শিবিরকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা (বিজেপি) ইলেকট্রনিক মেশিন এখন থেকেই হ্যাক করার চেষ্টা শুরু করছে। আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে। আমাদের ইন্ডিয়া জোট এর বৈঠক হোক। ওখানে আমাদের বিষয় টা নিয়ে আলোচনা হবে”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর