এবার পড়ুয়াদের “হাতে হ্যারিকেন” ধরালেন মমতা, সাথে একগুচ্ছ প্রকল্প ঘোষণা

 

   

বাংলা হান্ট ডেস্ক ঃ আকাশপথে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ ঘোষণা করেন মমতা৷

জানিয়েছেন, ১ লক্ষ ৭০ হাজার মানুষকে বসিরহাট থেকে উদ্ধার করা গিয়েছিল৷ ঘূর্ণিঝড় ম্যানগ্রোভ সুন্দরবন আটকে দিয়েছে৷ এই ম্যানগ্রোভ রক্ষা করা জরুরি বলেও মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷


ঘূর্ণিঝড়ের নাম ছিল বুলবুল। পাকিস্তানের দেওয়া নাম। আরে ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে গেল পশ্চিমবঙ্গের একাধিক অংশ। আর সেই অংশগুলোকে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগেও অমিত শাহ এবং নরেন্দ্র মোদির সাথে ফোনে কথা হয়েছে। ত্রাণ বা অন্যান্য ব্যবস্থা নিয়ে যথেষ্ট আশ্বাস দিয়েছে কেন্দ্র।-রাজ্য এ বিষয়ে পিছু হটতে নারাজ।
ঘূর্ণীঝড় পরিবর্তী সময় থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ ধাপে ধাপে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিদ্যুৎ না থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে পড়ুয়াদের হ্যারিকেন ও কেরোসিন বিলির নির্দেশ দেন৷ বলেন, ‘‘বিদ্যুৎ নেই৷ ওঁদের সমস্যা হচ্ছে৷ কী আছে, একটা করে হ্যারিকেন-কেরোসিন দিলে সমস্যা কোথায়? যাঁদের পরীক্ষা আছে, তাদের একটা করে হ্যারিকেন ও পাঁচ লিটার কেরোসিন দিয়ে দাও৷ বই-পত্র যদি নষ্ট হয়, তাহলে জেলা শাসক শিক্ষা দপ্তর থেকে বই কিনে দেবে৷ পরিবার পিছু ১২ কেজি চাল, আলু ডাল দেওয়া হবে৷ ১০ দিন পর থালা-বাটি-স্টোভ-সহ সংসারে প্রয়োজনীয় সামগ্রী বস্তাবন্দি করে দেওয়া হবে৷” এসব বিষয়ে কল্পতরু মমতা ব্যানার্জির দরাজ দিল দেখে অবাক অনেকেই কিন্তু তারি প্রকল্প এবং পাশে দাঁড়ানোর মানসিকতা সত্যিই অবাক করেছে রাজনৈতিক মহলকে।

সম্পর্কিত খবর