বেকারদের জন্য সুখবর! ১ লক্ষ চাকরি দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

মাত্র কয়েক মাস আগে বিধানসভায় চৌত্রিশ হাজার কর্মসংস্থানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরে আরও বারো হাজার শূন্য পদে নিয়োগের কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার বঙ্গে আরও এক লক্ষ কর্মসংস্থানের সন্ধান করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনির খননের কাজ শুরু হলে পাঁচ বছরের মধ্যে যেমন বিনিয়োগের মাত্রা বাড়বে ঠিক তেমনই বীরভূম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার মতো জেলাগুলি উপকৃত হবে৷

কর্মসংস্থান হবে এক লক্ষেরও বেশি৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের হাতেই বীরভূমের মহম্মদবাজারের দেউচা পাঁচামি ব্লকের কয়লা খনি খনন কার্যের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে৷ শীঘ্রই সেই কয়লা খনি খননের কাজ শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ বুধবার কাজ শুরু করার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে৷ পুরো প্রকল্প বাস্তবায়ন করতে এখনও পাঁচ বছর সময় লাগবে৷ এবং সেই পাঁচ বছরে কয়লা খনির বিভিন্ন কাজের জন্য বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে৷

তাই এই প্রকল্পের কাজ শুরু করার আগে বিশেষজ্ঞ কমিটি দিয়ে এলাকার কাজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তার পর ওই এলাকায় বসবাসকারী চারশ টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে৷ উল্লেখ্য, ভারতের বৃহত্তম কয়লা খনি হল বীরভূমের দেউচা পাঁচামি কয়লাখনি৷ তাই এই কয়লা খনির কাজ শীঘ্রই শুরু করে একদিকে দেশের কয়লার জোগান সুনিশ্চিত করা হবে পাশাপাশি রাজ্যের এক বিরাট অংশের আয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

সম্পর্কিত খবর