সমস্ত লোকাল ট্রেন বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর, করোনার কারণে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে দিনদিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ মুখ্যমন্ত্রী পদ শপথ নিয়ে করোনার সংক্রমণের মোকাবিলায় বড়বড় কয়েকটি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামীকাল থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। বিমানে আসা যাওয়া করতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট আবশ্যক। রাজ্যের বাস ও মেট্রো অর্ধেক হবে। সবাইকে মাস্ক পরতেই হবে।

   

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা হবে। শপিং মল, রেস্তোরাঁ পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধ থাকবে। ৫০ জনের বেশি জমায়েত নয়। সকাল ৭টা থেকে ১০টা আর বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। গয়নার দোকান দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। করোনা আক্রান্তদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক। দূরপাল্লার বাসে RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর