মোদীকে পাকা আম পাঠালেন মমতা, সঙ্গে কেন্দ্রের বঞ্চনার এক ঝুড়ি অভিযোগও

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ দিনের টাকা থেকে শুরু করে বাংলার বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বদা সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসলে মোদী-মমতা সংঘাত নতুন কিছু নয়, সে তো আকসার হতেই থাকে। তবে তাই বলে সৌজন্যতায় কিন্তু কোনও খামতি নেই। রাজনৈতিক সৌজন্যতায় খাতিরে প্ৰতি বছরের ন্যায় এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বাংলার সুমিষ্ট আমের (Mangoes) ঝুড়ি পাঠালেন তৃণমূল সুপ্রিমো।

সূত্র মারফত জানা গিয়েছে, আর পাঁচটা বছরের মতো এবারেও আমের সিজনে বাংলার প্রসিদ্ধ আম রাজধানীতে পৌঁছে যায় সাজানো ঝুড়ি করে। পাশাপাশি রীতি অনুযায়ী প্ৰতি বছরের মতো বাংলার বাছাই করা সেরা আমে সাজানো একটি ৪ কেজির বাক্স এবছরও নবান্ন থেকে পৌঁছে যাবে দিল্লির ৭, লোককল্যাণ মার্গের ঠিকানা।

প্রধানমন্ত্রীর জন্য উপহার বলে কথা! সুন্দর গিফট র‌্যাপে মোড়া ওই বাক্সে প্রতিবারের মতো এবারও থাকবে সেরার সেরা হিমসাগর, ফজলি এবং লক্ষ্মণভোগ। আর উপরে লেখা, ”পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা সহ।” প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর প্রধানমন্ত্রীকে পুজো ও আমের মরশুমে উপহার পাঠান মুখ্যমন্ত্রী।

তবে কেবল প্রধানমন্ত্রীই নন! সূত্রের খবর, এবারে বাংলার সুমিস্ট পাকা আমের গিফট হ্যাম্পার পৌঁছে যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ঠিকানাতেও। অন্যদিকে, আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ সম্প্রতি ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে সরব বাংলার মুখ্যমন্ত্রী।

করমণ্ডল বিপর্যয় নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলতে বিন্দুমাত্র দেরী করেননি মাননীয়া। তবে এই কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেও আম সৌজন্যতার কথা কিন্তু একবারের জন্যও ভোলেননি মমতা। এবার বাংলার আমের স্বর্গীয় মিষ্টতা কেন্দ্র-রাজ্যের সম্পর্কে কোনও বদল আনতে পারবে কি না সে তো সময়ই বলবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর