‘ম্যান মেড বন্যা”, জলে নেমে দুর্গতদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বন্যার জলে নেমেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হেলিকপ্টারে করে বন্য বিধ্বস্ত এলাকা (Flood Affected Area) পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। আবহাওয়া খারাপ থাকার কারণে ওনার এই কর্মসূচি বাতিল হয়ে যায়। যদিও, থেমে থাকেন নি তিনি। সড়ক পথেই পৌঁছে যান বন্যা দুর্গত এলাকায়। আমতায় জলে নেমে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সরকারি আধিকারিককে দুর্গতদের পাশে থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গোটা সময় নিজের ছাতা নিজেই ধরে ছিলেন তিনি।

খানাকুলেও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। গতকালই সেখানে তৈরি হয়ে গিয়েছিল হেলিপ্যাড। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সেখানে যেতে পারেন নি তিনি। সড়কপথে উদয়নারায়ণপুরের দুর্গতদের কাছে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে DVC থেকে জল ছাড়া নিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি এই বন্যাকে ম্যান মেড বন্যা বলেও আখ্যা দেন। তিনি অভিযোগ করে বলেন, ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে, আর তাঁর জেরেই এই পরস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং পরবর্তী ক্ষেত্রে ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে বেশ কিছু অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। খানাকুল, উদয়নারায়নপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জলস্তর বেড়ে গিয়ে পরিস্থিতি সঙ্গীন। এমনকি উদ্ধারের জন্য পাঠানো হয়েছে হেলিকপ্টারও। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তার দাবি, কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে। রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকেই এর আগেই একহাত নিয়েছিলেন তিনি।

আজ খানাকুল, উদয়নারায়নপুর সহ সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। জানা গিয়েছে তার এই সফরের আগেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। সূত্রের খবর অনুযায়ী, দুজনের মধ্যে রাজ্যের একাধিক জেলার বন্যা সমস্যা নিয়ে কথা হয়েছে। বুধবার সকালে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর