জঙ্গি গতিবিধি চালানোর উঠেছিল অভিযোগ, এবার অসমে স্থানীয়রাই ভেঙে দিলেন মাদ্রাসা

বাংলাহান্ট ডেস্ক : আবারও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা (Madrasa)। স্থান সেই হিমন্ত বিশ্ব শর্মার অসম (Himanta Biswa Sarma) তবে, এবার আর সরকার নয়, স্থানীয় মানুষ জনই ধ্বংস করে দিল ওই মাদ্রাসা। অভিযোগ, পড়াশুনার নামে সান্ত্রাসবাদী কাজকর্ম চলছিল সেখানে। উত্তর পূর্ব ভারতে এই রকম ঘটনা এই প্রথম। এর আগে সরকার বুলডোজার চালিয়ে অবৈধ মাদ্রাসা ধ্বংস করলেও স্থানীয় মানুষ কখনও এতটা আগ্রাসী হয়ে ওঠেনি। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, অসমের গোলপারা এলাকায় একটি মাদ্রাসাকে ঘিরে বহুদিন ধরেই সন্দেহ ছিল স্থানীয় মানুষদের। তাঁরা অনুমান করেছিলেন এই মাদ্রাসায় আতঙ্কবাদীদের আনাগোনা রয়েছে। আল-কায়দার (Al Qaeda) একটি স্থানীয় সংগঠনের নাম আনসারুল্লাহ বাংলা। এই সংগঠনটি বাংলাদেশ এবং উত্তরপূর্ব ভারতে মূলত অসমে সক্রীয় রয়েছে। এলাকার লোকজন মনে করতেন এই সন্ত্রাসবাদী সংগঠনটি নিয়ন্ত্রিত হত ওই মাদ্রাসা থেকে।

এই মাদ্রাসাটিকে ভাঙতে কোনও রকম সরকারি জিনিসপত্র ব্যবহার করা হয়নি। পুলিশ জানায়, শুধুমাত্র একটি মাদ্রাসাই নয়, পাশের একটি বাড়িও ভেঙে দেয় স্থানীয়রা। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আল-কায়দার অসম শাখা এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা দলের দুই সদস্যকে এখান থেকে গ্রেফতার করা হয়। এরা দুজনেই ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এদের উদ্দেশ্যই ছিল যুবক সমাজকে ভুল তাদের সংগঠনে ভর্তি করা। আর তার পর সঠিক প্রশিক্ষণ দিয়ে অসমে বড় মাত্রায় সন্ত্রাসবাদী হামলা চালানো।

মাদ্রাসা,Madrasa,হিমন্ত বিশ্ব শর্মা,Himanta Biswa Sarma,AQIS,আনসারুল্লাহ বাংলা,আল-কায়দা,Assam,Al Qaeda,Bangla,Bengali News

সম্প্রতি, অসমের বাঙ্গাইগাঁওয়ে একটি অবৈধ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়। মারকাজুল মা আরিফ করিয়ানা মাদ্রাসায় ২২৪ জন শিশু বাস করত বলে জানা যায়। মধ্যরাত পর্যন্ত শিশুদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার কাজ চলে। তার পরে একটি বুলডোজার চালানো হয় এই মাদ্রাসায়। বাঙ্গাইগাঁও-এর জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে জানানো হয় এই মাদ্রাসা সরকারি নিয়ম অনুযায়ী নির্মিত হয়নি। এই মাদ্রাসাটি হাফিজুর রহমানের সঙ্গে যুক্ত। তিনি একই মাদ্রাসায় সহকারি শিক্ষক। তাকে AQIS এবং আনসারুল্লাহ বাংলা দলের সদস্য হওয়ার কারণে অসম পুলিশ ২৬ অগস্ট গ্রেফতার করে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর