পয়গম্বর বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত মহারাষ্ট্র! সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত এক মহিলা, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : ফের সাম্প্রদায়িক হিংসায় রণক্ষেত্র মহারাষ্ট্র (Maharashtra)! একটি ইন্সটাগ্রাম পোস্টকে কেন্দ্র অগ্নিগর্ভ হয়ে উঠল সে রাজ্যের অকোলা। শনিবার সন্ধ্যায় দাঙ্গাকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালায়। আগুন লাগানো হয় একাধিক গাড়িতে। এই সাম্প্রদায়িক হিংসায় (Communal Riots) অকালে প্রাণ গেল এক মহিলার।

কী হয়েছিল ঘটনা? জানা যাচ্ছে, ওই এলাকার এক ব্যক্তি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে পয়গম্বর সম্পর্কে কিছু অপমানজনক কথা লেখা হয় বলে দাবি মুসলিমদের। এরপরই লোকজন একত্র হয়ে থানায় পৌঁছায় অভিযোগ জানাতে। এই ঘটনার লিখিত অভিযোগও দায়ের হয়।

এরপরই মধ্যে অভিযোগকারীরা থানায় ভাঙচুর শুরু করে। আগুন লাগিয়ে দেয় পুলিসের গাড়িতে। এদিকে ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় অন্য দলটিও। এরপরই শুরু হয় সংঘর্ষ। তৎপর হয় পুলিস। লাঠিচার্জ ও টিয়ার শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন।

এরই মধ্যে একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। ১০টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। আহতও হন বহু মানুষ। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ১৪৪ ধারা জারি করে পুলিস। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা।

শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ দেখে ২৫ দাঙ্গাকারী গ্রেফতার করা হয়। ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। জানা যাচ্ছে এই ঘটনা ঘটেছে পুরনো শহরের গঙ্গাধর চক, পোলা চক এবং হরিহর পেঠ এলাকায়। এই এলাকায়র বস্তিতেই লাগে দাঙ্গার আগুন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর