ভারতের বিপক্ষে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান খানের সমর্থন করল বামেরা!

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান বিশ্বের তাবড় তাবড় দেশ গুলোর কাছে থাপ্পড় খাওয়ার পর অবশেষে ব্রিটেনের বিরোধী দলের সমর্থন পেলো। ব্রিটেনের লেবার পার্টি (Labour Party) দ্বারা কাশ্মীর নিয়ে নিন্দা প্রস্তাব পাশ করার কয়েকদিন পর শনিবার পার্টির বরিষ্ঠ নেতা জেরেমি কর্বিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনে কথা বলার সময় কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্র সঙ্ঘের হস্তক্ষেপের দাবিকে সমর্থন করেন।

কর্বিন ট্যুইটারে লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনে কথা বলার সময় কাশ্মীর নিয়ে ওনার চিন্তার কথা শুনি। উনি জানান কাশ্মীরে কারফিউ লাগু আছে। ভারত আর পাকিস্তানের মধ্যে কথাবার্তা সুনিশ্চিত করার জন্য সংযুক্ত রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেকোন রাজনৈতিক প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের মানুষদের মানবাধিকার বজায় থাকা জরুরি।”

কর্বিনের এই বয়ান ইমরান খানের সেই বয়ানের পর আসে, যেখানে ইমরান খান বলেছিলেন যে, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতা জরুরি। ইমরান খান কাশ্মীরে গণহত্যার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং কাশ্মীর থেকে কারফিউ তুলে নেওয়ার দাবি করেছিলেন। এছাড়াও কাশ্মীর থেকে ৩৭০ ধারা না তুললে, ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন তিনি।

3 1

এর আগে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি বুধবার একটি প্রস্তাব পেশ করায়। প্রস্তাব পাশ করে দলের নেতা জেরেমি কর্বিন বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাশ্মীরে গিয়ে সেখানকার মানুষদের সাথে কথা বলা এবং তাঁদের অধিকারের দাবি পূর্ণ করার দাবি জানান। যদিও, ব্রিটেনে ভারতের প্রতিনিধি এই প্রস্তাবের সমালোচনা করে এটিকে ভ্রান্ত ধারণার উপর আধারিত বলেন।

আরেকদিকে ভারতও কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের ব্যাপারে ব্রিটেনের লেবার পার্টির প্রস্তাবের সমালোচনা করেছে। বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রবিশ কুমার লেবার পার্টির এই পদক্ষেপকে ভোট ব্যাঙ্কের স্বার্থে নেওয়া বলা কটাক্ষ করেছেন। উনি বলেন, এই ইস্যু নিয়ে লেবার পার্টি আর তাঁদের প্রতিনিধিদের কথা বলার কোন প্রশ্নই ওঠেনা। কাশ্মীর নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেবার পার্টি এই প্রস্তাব পেশ করেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে যে, কাশ্মীর ইস্যু ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক মামলা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর