চীন ছেড়ে ভারতে আসা কোম্পানিগুলো পাচ্ছে বিশেষ অফার, রাজ্যগুলির জন্য বড় সুযোগ

বাংলাহান্ট ডেস্কঃ চীন ছেড়ে বেরিয়ে আসা কোম্পানিদের নিজ দেশে আকর্ষিত করার জন্য তৈরি হচ্ছে ভারত (India)। এই কাজে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নিল এক বড় পদক্ষেপ। উত্তরপ্রদেশে সরকারের গৃহীত যোজনাকে বাস্তব রূপ দিতে মাঠে নেমেছেন MSME এবং রপ্তানি বিষয়ক মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং।

siddharthnath 1502887027

চীন ছেড়ে ভারতে আসতে চাইছে বিদেশী কোম্পানি
করোনা ভাইরাসের কারণে বহু বিদেশি কোম্পানি বর্তমানে চীন থেকে তাঁদের ব্যবসা পত্র গুটিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি চীন ছেড়ে বেরিয়েও এসেছে। এই সময়ে সেই সব কোম্পানি ভারতে তাঁদের ব্যবসা বিস্তারের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যও নিজেদের তৈরি করতে উঠে পড়ে লেগে গেছে। বিদেশি কোম্পানিদের ভারতে আকর্ষিত করার জন্য তাই, উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি নতুন বিষয়ের উপর জোর দিতে শুরু করেছে।

উত্তরপ্রদেশ সরকার নিচ্ছে প্রস্তুতি
সিদ্ধার্থ নাথ সিং এই কাজে সর্বত ভাবে উত্তরপ্রদেশের পাশে রয়েছে। তিনি জানান, ‘চীন ছেড়ে যেসকল মার্কিন কোম্পানি উত্তরপ্রদেশে তাঁদের ব্যবসা স্থাপন করতে চাইবে, তাঁদের জন্য ইউপি সরকার এক নতুন প্যাকেজের সুবিধা দিতে প্রস্তুত’। এমনকি বিদেশী কোম্পানিদের নিজ রাজ্যের প্রতি আকর্ষিত করার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ সরকার, এমনটাও জানান তিনি।

company

কাজ চলছে জোরকদমে
লকডাউনের মধ্যেও রাজ্যকে বিদেশি কোম্পানির কাছে আকর্ষিত করে তোলার জন্য জোর কদমে কাজ চলছে। রাজ্যে অধিক সংখ্যায় বিদেশি কোম্পানি আগমনের আশায় আশাবাদী রয়েছেন সিদ্ধার্থ নাথ সিং। ইন্দো- আমেরিকান চেম্বার অফ কমার্সের নর্থ ইন্ডিয়া কাউন্সিলের তরফ থেকে আয়োজিত বৈঠকে তিনি উত্তরপ্রদেশেকে মার্কিন কোম্পানির যোগ্য ব্যবসাস্থান বলেও অভিহিত করেছেন।

ভারতে আসতে চলেছে বিদেশী কোম্পানি
ভেঙ্গে পড়া অর্থানীতিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আলোচনা থেকে শুরু করে ভারতে আগত বিদেশী কোম্পানিদের প্রাপ্ত বিশেষ সুযোগ সুবিধা নিয়েও আলোচনা করা হয় ওই বৈঠকে।

Capture 43

চীন ছেড়ে যেমন বিভিন্ন কোম্পানি বর্তমানে ভারতে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছে, তেমনই অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্য সরকার তাঁদেরকে নিজ রাজ্যেরে দিকে আকর্ষিত করার কাজের মুখীয়ে রয়েছে। ইতিমধ্যেই জার্মানির এক কোম্পানি চীন ছেড়ে আগ্রার এক কোম্পানীর সঙ্গে কথা বার্তাও বলেছেন। আশা করা যাচ্ছে এই ফলে ভবিষ্যতে ভারতে অনেক কাজের সংস্থানও হতে চলেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর