কংগ্রেস এখন বুঝতে পারছেনা সিপিএমের হাত ধরে চলবে নাকি তৃণমূলের হাত ধরে, তাই দুদিক বাঁচানোর নীতি নিয়েছে কংগ্রেস : দিলীপ ঘোষ

বাংলাহান্ট, পশ্চিম মেদিনীপুর:- তৃণমূলের হাত ধরে বাঁচার আরজি জানিয়ে ইতিমধ্যেই হাইকমান্ডের দ্বারস্থ হয়েছে কংগ্রেস নেতা আবদুল মান্নান। সেই ঘটনাতে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, কংগ্রেস এখন বুঝতে পারছেনা সিপিএমের হাত ধরে চলবে নাকি তৃণমূলের হাত ধরে, তাই দুদিক বাঁচানোর নীতি নিয়েছে কংগ্রেস।

অন্যদিকে মেদিনীপুর শহরে আইন-শৃংখলার অবনতি নিয়ে পুলিশকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। যোগ্য অফিসারদের সরিয়ে দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে রাজ্য সরকারকে তোপ দাগেন মেদিনীপুর লোকসভার সাংসদ। খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়েও।

IMG 20191029 WA0240

মেদিনীপুর শহরের তাঁতিগেরিয়া আর মাঠে রাবন দহনের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেও শোভন বৈশাখী ইস্যু নিয়ে “স্পিকটি নট” দিলীপ ঘোষ। এক কথায় কিচ্ছু বলার নেই, এটুকুতেই শোভন-বৈশাখী নিয়ে চলা বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা রাজ্য বিজেপির এই দাপুটে নেতা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর