মোদীর মন কি বাত ভিডিওতে ডিজলাইকারদের ৯৮% বিদেশী! দাবি বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) সোমবার জানায় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন কি বাত (Mann Ki Baat) কার্যক্রমের ভিডিও পার্টি দ্বারা ইউটিউবে (YouTube) পোস্ট করার পর ডিজলাইকের সংখ্যা বেড়ে যায়। বিজেপি অভিযোগ করে যে, মোট ডিজলাইকের মধ্যে ৯৮% বিদেশ থেকে আমদানি আর এর সাথে কংগ্রেস (Congress) সরাসরি ভাবে জড়িত আছে। বিজেপির আইটি (BJP IT Cell) প্রধান অমিত মালবিয় (Amit Malviya) ট্যুইট করে এই কথা জানান।

উনি ট্যুইটে লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় ইউটিউবে মন কি বাত ভিডিওতে সংগঠিত ভাবে ডিজলাইক দেওয়া হয়। কংগ্রেসের বিশ্বাস এতটাই কম যে, তাঁরা এটিকে নিজেদের জয় ভেবে উল্লাসে মেতে ওঠে। যদিও, ইউটিউবের ডেটা বলছে যে, ডিজলাইকের মাত্র দুই শতাংশই ভারতীয় ইউজারদের।”

উনি লেখেন, ‘চিরাচরিত ভাবে বাকি ৯৮ শতাংশ ডিজলাইক ভারতের বাইরের। বিদেশী বট আর ট্যুইতার অ্যাকাউন্ট কংগ্রেসের JEE-NEET বিরোধী অভিযানের অংশ। রাহুল গান্ধীর তুর্কির বটসের গতিবিধি অনেক বেড়ে গেছে। এত তুর্কি প্রেম কিসের রাহুল?” বিজেপি অভিযোগ করে বলেছে যে, কংগ্রেসের রাজ্য ইউনিট গুলো সঞ্চালন করা অনেক ট্যুইটার হ্যান্ডেল মন কি বাত এর ভিডিও ডিজলাইক করার অভিযান চালিয়েছিল।

এর আগে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছিল যে, পড়ুয়ারা প্রধানমন্ত্রীর কাছে মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত” এ JEE-NEET পরীক্ষার সমাধান চায়, কিন্তু উনি খেলনা নিয়ে চর্চা করেন। আকাশবাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারের সম্বোধনে বলেন, দেশের কাছে খেলনা শিল্প বাড়িয়ে তোলার ক্ষমতা আর প্রতিভা আছে। এর সাথে সাথে উনি স্টার্টআপ এবং নতুন শিল্প উদ্যোগ গুলোকে খেলনা শিল্পে যুক্ত হওয়ার জন্য আবেদন করেন। এরপরই রাহুল গান্ধী এই নিয়ে কটাক্ষ করেছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর