বাংলাকে নিয়ে নতুন প্ল্যান করছে কংগ্রেস, চিঠি গেল সোনিয়া ও রাহুল গান্ধীর কাছে

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) তৃণমূলের (All India Trinamool Congress) ভাঙ্গন ঘটেছে, এই দাবী তুলে তা নিয়ে জোট গঠনের ইঙ্গিত দিলেন কংগ্রেস দলনেতা আবদুল মান্নান। এই নিয়ে শুক্রবার এক চিঠি দিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর ব্যক্তিগত সচিব আহমেদ প্যাটেলকে। তাঁর এই চিঠিকে ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

চিঠিতে মান্নার দাবী করেছেন, বাংলায় ক্রমাগত দুর্নীতির কারণে ঘাসফুল আমজনতার রোষানলে পড়ে দ্রুতই তাঁদের অবস্থান হারাচ্ছে। অপরদিকে গেরুয়া শিবিরও নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে অকৃতকার্য হচ্ছে। তাঁদের জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির কারণে ক্রমেই তারা জনপ্রিয়তা হারাচ্ছে। একদিকে বিজেপি ঘোলা জলে মাছ ধরছে, আর অন্যদিকে রাজ্য সরকার তাঁদের সাহায্য করছে। এই অবস্থায় আমরাও কোন বিশেষ রাজনৈতিক সুবিধা নিতে পারছি না।

image 94

তিনি চিঠিতে আরও বলেন, এই অবস্থায় রাজ্যের বেশ কিছু নেতা মন্ত্রীরা দল থেকে বেরিয়ে পৃথক জোট গঠনে আগ্রহী হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রুদ্ধ রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে কংগ্রেস এবং বামেদের সঙ্গে জোট গঠন করতে পারলেই, আসন্ন ২০২১ -এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে মাত দেওয়া যাবে।

আসন্ন নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে শক্তিজোট গঠন করতে উদ্যোগী হচ্ছে বিরোধী দলনেতা আবদুল মান্নান। পরবর্তী নির্বাচন নিয়ে তৃণমূল এবং বিজেপি ঝাঁপিয়ে পড়লেও, কংগ্রেস এবং বামেরা কিন্তু কিছুটা গা ঢিলা দিয়েই রয়েছে। তবে এখনও তৃণমূলের কোন দলীয় নেতা মুখ্যমন্ত্রীর ব্যবহারের অখুশি হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও, খবর পাওয়া যায়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর