তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র

বাংলা হান্ট ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা, এবার তার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ওমপ্রকাশ মিশ্র৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ বিধানসভায় দলে যোগ দিয়েছেন ওমপ্রকাশ। তার এই শুভ স্বাগতম-এ উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো তাবড় তাবড় নেতারা৷

প্রসঙ্গত, ওমপ্রকাশ মিশ্রা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান। আমরা সকলেই জানি তিনি বরাবরই কংগ্রেস ঘরানার রাজনীতিতে অভ্যস্ত ছিলেন৷ শুধু তাই নয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ওমপ্রকাশ৷ এমনকি পড়াশোনার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করার পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ওমপ্রকাশ৷ ছাত্র থাকাকালীনই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে NSUI-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন৷

উল্লেখ্য, বরাবরই বাংলার কংগ্রেস রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করেছেন ওমপ্রকাশ মিশ্র। তাকে সামনে রেখে সবসময়েই লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন সোমেন-অধীররা৷ শুধু তাই নয় ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুরের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ওমপ্রকাশ৷ যদিও তখন বাম হাওয়াকে ঠেকাতে পারেননি তিনি৷ পরাজয়ই লাভ হয়েছিল তার৷ এরপর থেকেই বাংলার কংগ্রেস রাজনীতির এক মুখ্য চরিত্র হিসেবে দেখা গেছে ওম প্রকাশ কে।

ওম প্রকাশ এর হঠাৎ তৃণমূলে যোগ দেওয়া চমক লাগিয়ে দিয়েছে সকলকে৷ যদিও বেশ কয়েকদিন আগে থেকেই খবর মিলেছিল যে ওম প্রকাশের সঙ্গে কংগ্রেসের দূরত্ব দিনে দিনে বাড়ছে। শুধু তাই নয় এর আগে একাধিকবার তৃণমূলের পক্ষে সওয়াল করতেও শোনা গিয়েছিল তাকে৷

ওম প্রকাশ মন্তব্য করেছিলেন যে বাংলায় গেরুয়া ঝড় রুখতে একমাত্র সক্ষম তৃণমূল৷ এরকম বিভিন্ন ঘটনায় কংগ্রেসের থেকে তার যতটা দূরত্ব বেড়েছে অন্যদিকে তৃণমূলের সান্নিধ্য ততই পেয়েছেন তিনি৷ সূত্রে খবর, ওমপ্রকাশ সম্ভবত শাসক দলের শিক্ষা সেলের দায়িত্ব পেতে পারেন৷ আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেক তাবড় তাবড় নেতাদের উপস্থিতিতে ওমপ্রকাশ এর আগমন স্পষ্ট বুঝিয়ে দিল, গুরুত্বপূর্ণ পদই তিনি পাবেন৷

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর