দিল্লীর রাস্তায় পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করলেন রাহুল গান্ধী, ফুটপাতে বসে শুনলেন তাদের দুঃখ

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) শনিবার দিল্লীর রাস্তায় পরিযায়ী শ্রমিকদের (Migrant Labourers) পরিস্থিতি জানার জন্য বের হন। রাহুল গান্ধী দিল্লীর শুখদেব বিহার ফ্লাইওভারের পাশ থাকা কয়েকজন পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করেন আর ফুটপাথে বসেই কথাবার্তা বলে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করেন।

রাহুল গান্ধী যুব কংগ্রেস আর দিল্লীর প্রদেশ কংগ্রেস কমিটিকে দিল্লীতে আটকে পড়া পরিযায়ী শ্রমিক এবং দিন মজুরদের সুরক্ষিত বাড়ি ফেরানোর নির্দেশ দেন। এরপর শ্রমিকদের গাড়ি করে তাদের বাড়িতে পাঠানো হয়। এক শ্রমিক জানান, সে হরিয়ানা থেকে আসছে আর ঝাঁসি পর্যন্ত যাবে।

দেশে করোনাভাইরাসের কারণে লকডাউনের মাধ্যমে রাহুল গান্ধী ট্যুইট আর প্রেস কনফারেন্স করে নিজের কথা সরকারের কাছে পৌঁছানর চেষ্টা করছেন। শনিবার উনি মিডিয়ার মাধ্যমে সংবাদদাতার সাথে কথা বলেন। রাহুল শনিবার সরকারকে এও বলেন যে, সরকার শ্রমিকদের জন্য শেঠের মতো কাজ করা বন্ধ করে শ্রমিকদের ঋণের বদলে নগদ টাকা দিক।

রাহুল বলেন, করোনাভাইরাসের জন্য দেশের পরিস্থিতি সবাই জানে আর এই পরিস্থিতিতে সরকার দিন কয়েক আগে কিছু পদক্ষেপ নিয়েছে। রাহুল সরকারের আর্থিক প্যাকেজ নিয়ে প্রশ্ন তুলে বলেন, যখন বাচ্চা আহত হয়, তখন মা তাঁকে ঋণ না দিয়ে তাঁর পাশে দাঁড়ায়। উনি বলেন, ভারত মাতাকে নিজের সন্তানদের জন্য শেঠের মতো কাজ করা উচিৎ নয়। যেই পরিযায়ী শ্রমিকরা রাস্তায় আছে, তাঁরা ঋণ না, নগদ টাকা চায়। কৃষকরাও ঋণ না, নগদ টাকা চায়।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর