আত্মসম্মানের খাতিরে ধর্ষিতার আত্মহত্যা করে নেওয়া উচিৎ! বললেন কেরল কংগ্রেসের সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ কেরল (Kerala) কংগ্রেসের (Congress) সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন (Mullappally Ramachandran) ধর্ষিতা মহিলাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে বসলেন। UDF এর বিশ্বাসঘাতক দিবসে একটি বিরোধ বৈঠকে বক্তব্য পেশ করার সময় কংগ্রেস নেতা বলেন, আত্মসন্মানি মহিলারা ধর্ষণের পর তৎক্ষণাৎ নিজের জীবন দিয়ে দেবে।

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, কেরল কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন সোলার দুর্নীতিতে অভিযুক্তের কথা উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক সেক্স ওয়ার্কারের আড়ালে বাঁচতে পারবেন না। মুল্লাপল্লী বলেন, ‘যখন রাজ্য সরকার বাঁচাতে চাইছে তখন পিনারাইকে এটা ভাবা উচিৎ না যে একজন সেক্স ওয়ার্কারকে আগে এনে উনি বাঁচতে পারবেন না।”

কেরল কংগ্রেসের সভাপতি এই বিতর্কিত বয়ান সোলার দুর্নীতিতে যুক্ত এক মহিলাকে নিয়ে দিয়েছেন। ওই মহিলা সম্প্রতি এক কংগ্রেসের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। যদিও বিতর্কিত বয়ান দেওয়ার পর কংগ্রেসের নেতা ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেন, আমার এই বয়ানে যদি কেউ আঘাত পান, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর