মাদ্রাসা বন্ধের সঙ্গে কুম্ভ মেলার তুলনা টানলেন কংগ্রেস নেতা উদিত রাজ, পাল্টা জবাব বিজেপির

Bangla Hunt Desk: কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj) আবারও নিজের বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) আগামী নভেম্বর মাস থেকে মাদ্রাসা (Madrassa) এবং সংস্কৃত স্কুল চলায় নিষেধাজ্ঞা জারী করতে চলেছেন। তাঁর মতে সরকারী টাকায় কোরান পড়ানো উচিত নয়।

কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য
অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা উদিত রাজ এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি কুম্ভ মেলাকে মাদ্রাসার সঙ্গে তুলনা করে এক ট্যুইট করে লিখেছেন, ‘অসম সরকার যদি সরকারি অর্থে মাদ্রাসায় কোরান পড়ানো বন্ধ করেন, তাহলে কুম্ভ মেলার জন্য ৪২০০ কোটি টাকা একদমই খরচ করা উচিত নয় উত্তপ্রদেশের সরকারের’।

বিজেপির পাল্টা জবাব
কংগ্রেস নেতার এই মন্তব্যের জেরে বিজেপি নেতারাও তাঁকে আক্রমণ করতে ছাড়েনি। বিজেপি মুখপাত্র সমিত পাত্র বলেছেন, ”এটাই গান্ধী পরিবারের ধরণ। সুপ্রিম কোর্টের রায় বেরোন সত্ত্বেও, তারা বলেছিলেন ‘ভগবান শ্রীরামের কোন অস্তিত্ব নেই। এটি শুধুমাত্র কল্পনা মাত্র’। আবার এদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন কুম্ভ মেলা বন্ধ করা উচিত। তাই বিশ্ব শুদ্ধ মানুষ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ‘সুবিধা-বদি’ হিন্দু বলে”।

pr230419national3

উল্টো সুর গাইলেন কংগ্রেস নেতা
বৃহস্পতিবার কংগ্রেস নেতার এই ট্যুইটের জেরে রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে জোর সমালোচনা শুরু হয়। পরবর্তীতে বেগতিক দেখে নিজের সাফাই গেয়ে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাষ্ট্রের কোন ধর্ম হয় না। সকলের সঙ্গে সমান ব্যবহার করা উচিত। কারো সঙ্গে কোন রকম ভেদাভেদ করা উচিত নয়। তাই আমি উদাহরণ স্বরূপ কুম্ভমেলার কথা টেনেছিলাম’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর