অমিত শাহ এর সুরে সুর মেলালেন অধীর চৌধুরী! বললেন, কটা ট্রেন চাই কেন্দ্রকে জানায়নি মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমঙ্গে (West Bengal) আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এর সুরে সুর মেলাল। অমিত শাহ (Amit Shah) মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) চিঠি লিখে পরিযায়ী শ্রমিকদের জন্য় নেওয়া পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কংগ্রেসের এবার অমিত শাহ এর চিঠির প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করেন। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (adhir ranjan chowdhury) বলেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কেন সাহায্য করছে না।

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরি বলেন, ‘আমি নিজে অমিত শাহ এর সাথে কথা বলেছি বাংলায় থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য। দুদিন আগেই ওনার সাথে কোথা হয়েছে। উনি জানিয়েছেন যে, আমি এই বিষয়ে লিস্ট চেয়েছি যে কত গুলো ট্রেন লাগবে। কিন্তু রাজ্য সরকার কোন লিস্ট দেয়নি।”

অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার আর অমিত শাহ এর কাছে আবেদন যে, ওনারা যেন আটকে পড়া শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য মিলে মিশে কাজ করেন। অমিত শাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই ইস্যুতে রাজ্য সরকারের সাথে কথা বলা হবে।” অধীর চৌধুরী বলেন, উনি কথা বলেছেন আর চাপের কারণে অনেকখানি কাজ হয়েছে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি লিখে জিজ্ঞাসা করেন যে, পরিযায়ীদের ট্রেনে করে ফেরত যাওয়া জন্য কেন সাহায্য করা হচ্ছে না। মমতা ব্যানার্জীকে লেখা চিঠিতে বলা হয় যে, স রাজ্যই প্রবাসী মজদুরদের ফিরিয়ে দেওয়ার ইচ্ছে রাখে। কিন্তু আমার দুঃখ যে, বাংলার সরকার এটা নিয়ে কোন সহায়তা করছে না। অমিত শাহ এটাও জানান যে, রাজ্যে ট্রেন যাতায়াতের অনুমতি দিচ্ছে না মমতা সরকার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর