রাজি হননি প্রশান্ত কিশোর, পিকের সহযোগীকেই বিকল্প ভোটকুশলী বাছল কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : কংগ্রেসে যোগ দেননি প্রশান্ত কিশোর। এমনকি দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতেও অস্বীকার করেছেন। ফলে পিকের বিকল্প খুঁজতে বেশ বেগই পেতে হল কংগ্রেসকে। শেষ মেষ তাঁরই এককালের সহযোগী সুনীল কানুগুলুকে নিয়োগ করা হল পরামর্শদাতা পদে।

দীর্ঘদিন ধরেই পিকের কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে কথা চলছিল। তৈরি হয়েছিল জল্পনাও। এমনকি এই প্রসঙ্গে বেশ অনেকদূরই গড়িয়েছিল আলোচনা। কিন্তু শেষ মেষ কোনও অজ্ঞাত কারণে সাক্ষরিত হয়নি সে চুক্তি। যদিও সূত্রের খবর, কংগ্রেসে যোগ না দিলেও এখনও শীর্ষ নেতাদের সঙ্গে ভালোই যোগাযোগ রয়েছে পিকের।

অন্যদিকে, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার সময় পিকের সহকারী ছিলেন কানুগুলু। পরে তিনি কাজ করেন আকালি দল, ডিএমকে প্রভৃতি দলের সঙ্গে। সম্প্রতি পাঞ্জাবে আকালি দলের হয়ে সুনীল কানুগুলুর কাজ নজর কাড়ে কংগ্রেসের। সেখানে কংগ্রেসকে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে আকালি দল।

ইতিমধ্যেই সুনীল কানুগুলুর সঙ্গে একটি অত্যন্ত গোপন বৈঠক সেরেছে রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এরপরই আনুষ্ঠানিক ভাবে কর্ণাটক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। কানুগুলু নিজেও সে রাজ্যের বাসিন্দা হওয়ায় কন্নড় রাজনীতিটা যে তিনি ভালোই বোঝেন তা বলা বাহুল্য। তেইশেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে। সেখানে ভালো ফল পাওয়া গেলে লোকসভা নির্বাচনের দায়িত্বও তাঁকেই দেবে কংগ্রেস এমনটাই খবর।

তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দাবি, সুনীল কানুগুর কংগ্রেসে প্রবেশের সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে পিকের রাস্তা। কিন্তু আবার ভবিষ্যতে কখনও হাতের হাত ধরেন কি না পিকে, সেটাই দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর