গোয়ায় ত্রিশঙ্কু হলে সরকার গড়তে পারে তৃণমূল, আশার আলো দেখছে ঘাসফুল শিবির

বাংলাহান্ট ডেস্ক: গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস এবং বিজেপির। অন্তত তেমনটাই বলছে সে রাজ্যের এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি সৈকত রাজ্যের সিংহাসন দখল করলেও খুব একটা পিছিয়ে থাকবে না কংগ্রেসও। কিন্তু এরই মধ্যে এবার ভোটের ফলাফলের পর সেরাজ্যের বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করল কংগ্রেস। তৃণমূল এবং আম আদমি পার্টির সঙ্গে গাঁটছড়ার কথাই জানিয়েছে তারা। ভোটের আগে এই দুই দলকে বিজেপির অনুচর বলে দেগে দিলেও ভোটের পরই এহেন সিদ্ধান্ত বদল যে রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল।

কংগ্রেসের সর্বভারতীয় কমিটির গোয়া ডেস্ক ইনচার্জ দীনেশ গুনডু রাও সোমবার বলেন,’যে সমস্ত দল বিজেপির বিরোধী আমরা তাদের সঙ্গে কথা বলব। এখনই বিশেষ কোনও দলের কথা বলছি না। যে দলই বিজেপিকে সমর্থন করে না, তাদেরকেই জায়গা দিতে প্রস্তুত আমরা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় তৃণমূল, আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে বহু কাদাছোঁড়াছুঁড়ি হয়েছে। সেটা ছিল নির্বাচনের সময়। এখন ফলাফলের পর দলগুলি কী চাইছে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধুমাত্র সেই দলগুলির সঙ্গেই কাজ করতে চাই যারা বিজেপিকে সমর্থন করে না। আম আদমি পার্টি এবং তৃণমূল তাদের প্রচারের দিক থেকে বিজেপি বিরোধী। তাই এবার আমাদের দেখতে হবে তারা কী চাইছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের আগে গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট করার মরিয়া চেষ্টা চালায় তৃণমূল। একাধিকবার আহ্বান করা হয় জোটের জন্য। এমনকি গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সরাসরি ট্যুইট করেও জোট বাঁধার কথা বলেন। কিন্তু তখন কংগ্রেসের তরফে কোনও রকম পদক্ষেপই দেখা যায়নি। উলটে তারা দল ভাঙানোর অভিযোগে বেঁধে তৃণমূলকে। এবার ভোটের পর কংগ্রেসের এই আহ্বানে কতখানি আগ্রহ দেখাবে তৃণমূল তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর