fbpx
টাইমলাইনবিনোদন

সেক্রেড গেমস ২ নিয়েই এবার উঠল বির্তক, শিখদের অপমান করা হয়েছে বলে দাবি বিধায়কের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেমস ২। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সেক্রেড গেমস ২ ঘিরেই উঠল বির্তক। দিল্লির রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসার দাবি এই সেক্রেড গেমস ২-এর একটি দৃশ্য বাদ দেওয়া উচিত। তাঁর অভিযোগ, ওয়েব সিরিজে সইফ আলি খানের একটি দৃশ্যে শিখদের অপমান করা হয়েছে।

সেক্রেড গেমস ২-এর একটি দৃশ্যে সরতাজ সিং(সইফ আলি খান) তাঁর হাতের ‘কড়া’ যা শিখদের ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তা সমুদ্রে ছুড়ে ফেলে দেন। এই দৃশ্যটি বাদ দিতে হবে বলে জানান তিনি। তার মতে এই দৃশ্যে অপমান করা হয়েছে শিখদের।

তিনি তার টুইটারে বলেন, ‘ আমি অবাক হয়ে যাই কিভাবে দিনের দিনের পর দিন বলিউড ধর্মীয় প্রতীক-এর ওপর অশ্রদ্ধা দেখিয়ে যায়। অনুরাগ কাশ্যপ ইচ্ছাকৃতভাবে এই দৃশ্যটি রেখেছেন। কড়া শুধুমাত্র কোনও সাধারণ অলংকার নয়, এটি শিখদের গর্ব সেইসঙ্গে গুরু সাহেবের আর্শীবাদ।’

এর আগেও সেক্রেড গেমস-এর প্রথম অধ্যায় নিয়ে আপত্তি তুলেছিলেন বিধায়ক সিরসা। এ বারেও মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।

Leave a Reply

Back to top button
Close
Close