করোনা আক্রান্ত লন্ডন অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু শেয়ার করলেন ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার ভয়াবহ অভিজ্ঞতা।

গোটা বিশ্ব জুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। এশিয়ার পাশাপাশি ইউরোপেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক ফুটবলার থেকে কোচ, এমনকি অনেক কোচিং স্টাফরাও এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 2012 সালে লন্ডন অলিম্পিকে 100 মিটার সাঁতারে সোনাজয়ী দক্ষিণ আফ্রিকার সাঁতারু ক্যামেরন ফ্যান ডার বার্গ। সেই সাথে তিনি শেয়ার করলেন 14 দিন কোয়ারেন্টাইনে থাকার ভয়াবহ অভিজ্ঞতা।

   

লন্ডন অলিম্পিকে সোনা জয়ী এই সাঁতারু 2018 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর অবসর গ্রহণ করেন। বর্তমানে করোনা ভাইরসে আক্রান্ত হয়েছেন অলিম্পিকে সোনা জয়ী 31 বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাঁতারু ক্যামেরন ফ্যান ডার বার্গ। করোনা আক্রান্ত হয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয় তাকে, এই মুহূর্তে বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি। ক্যামেরন ফ্যান ডার বার্গ জানিয়েছেন করোনা ভাইরাস তার দেখা ‘মারাত্মক ক্ষতিকর’ ভাইরাস।

ক্যামেরুন এইদিন টুইট করে লিখেছেন যে 14 দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছিলাম আমি এই ভাইরাসের প্রভাবে আমার শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে শারীরিক ব্যায়াম করে আমি যে শারীরিক ক্ষমতা তৈরি করেছিলাম সেটা মুহূর্তের মধ্যে নষ্ট করে দিয়েছে করোনা ভাইরাস, যদিও আমি ধুমপান করি না তাই আমার ফুসফুস এবং হৃদযন্ত্র মজবুত তবুও আমার শরীরের ব্যাপক ক্ষতি করে দিয়েছে এই ভাইরাস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর