করোনার মামলায় ব্রাজিলকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত! আক্রান্তের হারও বাকি দেশের তুলনায় দ্বিগুণ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের মামলা ৪০ লক্ষ পার করেছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সংক্রমিতদের সংখ্যা ৪০ লক্ষ ৯২ হাজার ৫০০ হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, ভারত করোনা সংক্রমণের মামলায় দ্বিতীয় সর্ববৃহৎ দেশ হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলকেও পিছিয়ে ফেলেছে ভারত। ওয়ার্ল্ড মিটারের ডেটা অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার ৭২ হাজার ৩১১ টি মামলা সামনে এসেছে। আর ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, করোনায় ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫১৯।

করোনায় আক্রান্তদের মামলায় আমেরিকা বিশ্বের প্রথম স্থানে আছে। ওই দেখে এখনো পর্যন্ত ৬৪ লক্ষ ৬৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর গোটা দেশে ১ লক্ষ ৯২ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় ৩৬ লক্ষ ৯৫ হাজার ৭৭৪ টি করোনার মামলা সক্রিয় আছে। আমেরিকার পর ভারত দ্বিতীয় স্থানে আছে। আর ব্রাজিল ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১ টি মামলার সাথে তৃতীয় স্থানে আছে।

গোটা বিশ্বে সংক্রমিতদের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৭ লক্ষ ৮৫ হাজার ৪৬২ হয়ে গিয়েছে। আর এদের মধ্যে মোট ১ কোটি ৮৮ লক্ষ ৯৫ হাজার ৪১২ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গোটা বিশ্বে এখনো পর্যন্ত ৭০ লক্ষ ১১ হাজার ২৪২ টি সক্রিয় মামলা আছে।

ভারতে করোনায় নতুন করে আক্রান্তদের সংখ্যা আমেরিকার আর ব্রাজিলের তুলনায় আচমকাই বেড়ে গিয়েছে। ৩ সেপ্টেম্বর আমেরিকায় সংক্রমণ বাড়ার হার ০.৭১ ছিল, ব্রাজিল ছিল ১.১১ শতাংশ আর ব্রাজিলের থেকেও দুই গুণ বেশি ২.১৯ শতাংশ ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর