মাত্র ১০ টাকায় ভারতে মিলছে করোনা রোগীদের জন্য আশার ওষুধ, খুশি ব্যক্ত করল WHO

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের ওষুধ পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকাতেই, তাও খোদ ভারতেই (Inida)। এই বিষয় উত্থাপন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ইংল্যান্ডের গবেষক। জানা গিয়েছে এই ওষুধ ব্যবহারে করোনা আক্রান্ত রোগীরা দ্রুতই সেরে উঠছে। কমেছে মৃতের হারও। খুব শীঘ্রই এই ওষুধ বাজারে মিলবে বলেও জানায় তারা।

মাত্র ১০ টাকায় মিলবে ওষুধ
সমগ্র বিশ্ব এখন করোনা মহামারির কবলে জর্জরিত হয়ে আছে। বিজ্ঞানীরা ক্রমাগতই এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন ওষুধ সাময়িকভাবে করোনা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হলেও, সঠিক ভ্যাকসিন এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে এবার WHO জানাচ্ছে মাত্র ১০ টাকায় ভারতে প্রস্তুত এই ওষুধ করোনাকে হার মানাতে কিছুটা হলেও এগিয়ে আছে।

new 777777777

ওষুধের ব্যবহার
ডেক্সামেথাসোন নামক এক স্টেরয়েডের ব্যবহার করোনা রোগীদের মৃত্যুর হার অনেক কমিয়ে দিয়েছে। এই ওষুধটি টসিলিজুমাব 400mg-এর থেকেও অনেক সস্তা। এই ওষুধটি ১৯৬০ সালে প্রদাহজনিত রোগ এবং কিছু নির্দিষ্ট ক্যান্সার প্রদাহ রোগ হ্রাস করতে ব্যবহার হত।

মিলছে সাফল্য
WHO প্রধান টেড্রোস অ্যাধনম জানিয়েছেন, ‘করোনা রোগী যারা ভেন্টিলেটর বা অক্সিজেনে আছেন, তাদের ক্ষেত্রে এই ওষুধ বেশি কাজ কার্যকরী হচ্ছে। গুরুতর করোনার রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার কমাতেও সফল হয়েছে। আমি যুক্তরাজ্য সরকার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের রোগীদের শুভ কামনা জানাচ্ছি, যারা এই ওষুধের প্রয়োগে সেরে উঠেছেন। যুক্তরাজ্যের অনেকগুলি হাসপাতাল এবং রোগীদের যারা এই বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদান রেখেছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি’।

CORONA 34

কমেছে মৃতের হারও
WHO জানিয়েছে, ‘আমরা ডেক্সামেথেসোন নিয়ে গবেষণাকে স্বাগত জানাচ্ছি। এই ওষুধ করোনায় মৃত্যুহার এক তৃতীয়াংশ হ্রাস করতে পারে। তবে এই ওষুধটি বেশি হালকা সংক্রমিত ব্যক্তির তুলনায় অধিক সংক্রমিত মানুষের উপর ভালো কাজ করছে। আমাদের এখন মানুষের জীবন বাঁচাতে এবং নতুন সংক্রমণ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর