fbpx
ক্রিকেটখেলাটাইমলাইন

করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে অভিনন্দন জানালেন বিরাট কোহলি।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফের রাজ দেখালো ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডকে তাদের দেশের মাটিতে টেস্ট ম্যাচে হারিয়ে বিশেষ নজির গড়লো জেসন হোল্ডার এর ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে প্রথম টেস্টে চার উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে 1-0 তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ের সামনে 204 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা, প্রথম ইনিংসে 318 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ভালো খেলতে শুরু করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে 313 রান তোলে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দেওয়া 200 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে মাত্র ছয় উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত তুলে নেয় জেসন হোল্ডাররা।

করোনা পরবর্তী সময়ে দীর্ঘদিন পর বাইশগজে ক্রিকেট ফিরেছে। আর করোনা আবাহের মধ্যে ক্রিকেট ফেরায় ক্যারিবিয়ান ক্রিকেটের এই উত্থানকে কুর্নিশ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানিয়ে বিরাট কোহলি লিখেছেন “ওয়াও দুর্দান্ত জয় ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটের সেরা ছবি।”

Back to top button
Close