করোনা আতঙ্ক: ভিড় কমাতে ৫ গুন বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা যেন পিছু ছাড়ছে না। আতঙ্কে দিন গুনছে মানুষ। ভয়ে ভয়ে দিন গুজরান। আর এই ভাইরাসের  সংক্রমণ রুখতে এবার পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। জমায়েত এড়াতে পশ্চিম ও মধ্য রেলওয়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই একাধিক স্টেশনে প্রায় ৪০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। ১০ টাকা থেকে দাম বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। রেলওয়ে সূত্রে খবর, টিকিটের দাম বেড়ে যাওয়ায় বেশি মানুষ প্ল্যাটফর্ম (Platform) টিকিট কাটবে না। তাহলে এড়ানো যাবে জমায়েত বলে মনে করা হয়।

   

রেল সূত্রে খবর,আপাতত দেশের ৫টি ডিভিশনের ২৫০টি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে৷ ওই সব স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০টাকা থেকে বেড়ে হল ৫০ টাকা৷ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়াতেই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে এখনই গোটা দেশে এই নিয়ম কার্যকর হচ্ছে না বলেও জানিয়েছে রেল৷ এদিকে করোনা আতঙ্কে একগুচ্ছ ট্রেন বাতিল করল সেন্ট্রাল রেলওয়ে। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ট্রেনে সিটও ভর্তি হচ্ছে না। সেইজন্যই ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ে শাখায় শুধুমাত্র চেন্নাইতে প্লাটফর্ম টিকিট এর দাম বাড়ানো হয়েছে। মধ্য রেলওয়ে শাখার ৫ টি ডিভিশনে টিকিটের দাম বাড়ানো হয়েছে যার মধ্যে রয়েছে মুম্বাই ভুসাওয়াল, নাগপুর, সোলাপুর, পুনে। যেভাবে করোনা ভাইরাসে(Coronavirus) আক্রান্তের সংখ্যা দেশে বাড়ছে সে কারণে ভিড় কম করতে বিভিন্ন স্টেশনে স্থানীয় স্তরে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। জানিয়েছেন রেলের এক বরিষ্ঠ আধিকারিক। বিশেষ পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়ানোর ক্ষমতা রেলের ডি আর এমদের দেওয়া হয় রেলের তরফ থেকে ২০১৫ সালের মার্চ মাসে।

পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক রবীন্দর ভাকের বলেছেন, “সাধারণত উৎসবের মরশুমে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। কিন্তু এই প্রথম মহামারির সময় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হল। জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এদিকে করোনার জেরে মুম্বইয়ের প্রায় ২৩টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। হাওড়া-মুম্বই দূরন্ত এক্সপ্রেস, মুম্বই-পুণে প্রগতী এক্সপ্রেস-সহ বহু দূরপাল্লার ট্রেন ৩১ মার্চ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত বাতিল হয়েছে রাজধানী এক্সপ্রেস, মুম্বই-দিল্লি ডেকান এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। নাগপুর-পুণে এক্সপ্রেস বাতিল করা হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। সর্বাধিক ২ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলওয়ের তরফে জানানো হয়েছে। এদিকে, করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বই ও শহর সংলগ্ন এলাকার সমস্ত বার ও রেস্তরাঁ।

সম্পর্কিত খবর